পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিরাটের ব্যর্থতার জন্য অনুষ্কাকে দায়ি করিনি : গাভাসকর

গাভাসকরের মন্তব্যটি কোহলি এবং অনুষ্কার ভক্তরা ভালোভাবে নেয়নি ৷ কেউ কেউ অফিশিয়াল ব্রডকাস্টারস কমেন্ট্রির প্যানেল থেকে গাভাসকরকে বরখাস্ত করারও দাবি করেন।

সুনীল গাভাসকর
সুনীল গাভাসকর

By

Published : Sep 25, 2020, 11:02 PM IST

দুবাই, 25 সেপ্টেম্বর : বিরাট কোহলিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যাট ধরলেন সুনীল গাভাসকর ৷ শুক্রবার তিনি বলেন, ভারত অধিনায়কের ব্যর্থতার জন্য তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে দায়ি করেননি ৷ এমনকী তিনি কোনও যৌনতামূলক মন্তব্য়ও করেননি ৷ তাঁর বক্তব্যের অন্য মানে করা হয়েছে বলেও তিনি দাবি করেন ৷

বৃহস্পতিবার রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে ফের ব্যর্থ হন অধিনায়ক বিরাট কোহলি ৷ পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুলের দুটি ক্যাচ মিস করেন কোহলি ৷

কোহলির ক্রিজে থাকাকালীন গাভাসকর বলেন, ভারত অধিনায়ক উন্নতি করতে আগ্রহী ৷ এবং বিরাট জানেন কেবলমাত্র আরও বেশি অনুশীলনের মাধ্যমেই তিনি তা করতে পারবেন। তারপরে তিনি আরও যোগ করেন যে লকডাউন চলাকালীন কোহলি কেবল অনুষ্কার বোলিংয়ের মুখোমুখি হয়েছিলেন ৷ এবং এটি কোহলিকে খুব একটা সাহায্য করেনি ।

তবে, গাভাসকরের মন্তব্যটি কোহলি এবং অনুষ্কার ভক্তরা ভালোভাবে নেয়নি ৷ কেউ কেউ অফিশিয়াল ব্রডকাস্টারস কমেন্ট্রির প্যানেল থেকে গাভাসকরকে বরখাস্ত করারও দাবি করেন।

এর প্রতিক্রিয়ায় অনুষ্কা তাঁর ইনস্টাগ্রাম পেজে একটি পোস্ট করে গাভাসকরের বক্তব্যটি "রুচিহীন" বলে মন্তব্য করেন।

গাভাসকরের মতে এই মন্তব্যটি একটি ভিডিয়ো ক্লিপের প্রসঙ্গে তিনি করেছিলেন ৷ সেখানে কোহলি এবং অনুষ্কাকে তাঁদের কমপাউন্ডে টেনিস বলে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল ।

একটি নিউজ় চ্যানেলে গাভাসকর বলেন, ‘‘প্রথমত, আমি বলতে চাই, আমি কোথায় অনুষ্কাকে দোষ দিচ্ছি ৷ আমি তাঁকে দোষ দিচ্ছি না। আমি কেবল বলছি যে ভিডিয়োতে দেখা গেছে তিনি বিরাটকে বোলিং করছেন। এই লকডাউনে বিরাট কেবল তাঁর বোলিংয়েই অনুশীলন করেছেন ৷’’

আরও পড়ুন : কোহলিকে নিয়ে সানির বিদ্রূপ, পালটা অনুষ্কার

গাভাসকর সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ওঠা ‘‘যৌনতামূলক মন্তব্যের’’ অভিযোগও নসাৎ করেন ৷ তিনি বলেন, ‘‘আমিই সেই ব্যক্তি যে সবসময় স্বামীর সঙ্গে স্ত্রীদের টুরে যাওয়ার জন্য আওয়াজ তুলেছি । আমিই সেই ব্যক্তি যে সবসময় বলে একজন সাধারণ মানুষ যেমন 9-5টা কাজ করে ঘরে ফিরে আসে ৷ সে তার স্ত্রীর কাছে ফিরে আসে, একইভাবে ক্রিকেটাররা কেন তাদের স্ত্রীদের সাথে থাকতে পারে না?’’

"আমি কাউকে আঘাত করার জন্য কোনও মন্তব্য করিনি। আমি কারও ব্যক্তিগত জীবন কোনও কথা বলিনি। সকলকে সম্মান করতে জানি। আমি শুধু ভিডিয়োটা দেখতে বলেছিলাম। এরপরে যদি কেউ কিছু মনে করে তা হলে আমার কিছু করার নেই," চেন্নাই বনাম দিল্লি ক্যাপিটালের ম্যাচের ধারাভাষ্য দিতে দিতে এভাবেই অনুষ্কা শর্মাকে পালটা দিলেন সুনীল গাভাসকর।

এর আগে কোহলির ব্যাটিং ব্যর্থতার সমালোচনা করতে গিয়ে আরও অনেক শব্দ ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেও তাঁর নাম কেন টেনে আনা হল তা নিয়ে প্রশ্ন তোলেন অনুষ্কা । 2020 সালেও কোনও কিছুই বদল হয়নি। কবে এই ধরনের চটুল মন্তব্য করা বন্ধ হবে বলে প্রশ্ন করেন তিনি । একই সঙ্গে তিনি গাভাসকরকে জেন্টলম্যানস গেম ক্রিকেটের কিংবদন্তি বলে উল্লেখ করেছেন।

ভারতীয় ক্রিকেটে সানি গাভাসকরের বাক্যবাণে ঘায়েল হওয়ার ঘটনা নতুন নয়। সেই তালিকায় নতুন সংযোজন বিরাট কোহলি এবং তাঁর তারকা স্ত্রী। কিংবদন্তি প্রাক্তন তারকা পালটা দিয়ে বুঝিয়ে দিলেন অযথা সমালোচনার রাস্তায় না হাঁটাই ভালো। এখন দেখার অনুষ্কা কিছু বলেন কি না।

ABOUT THE AUTHOR

...view details