পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কে এল রাহুলের অধিনায়কত্বে মুগ্ধ সুনীল গাভাস্কার - কে এল রাহুল

ব্য়াট হাতে লাগাতার ব্য়র্থ হওয়া সত্ত্বেও KXIP দলে খেলিয়ে যাওয়া হচ্ছে গ্লেন ম্য়াক্সওয়েলকে ৷ যার জন্য় একাধিকবার কে এল রাহুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তবে, তা সত্ত্বেও অজ়ি অলরাউন্ডারকে না বসিয়ে, তাঁকে দিয়ে পাওয়ার প্লে-তে বোলিং করিয়েছেন রাহুল ৷

sunil-gavaskar-impressed-with-kl-rahuls-captaincy
কে এল রাহুলের অধিনায়কত্বে মুগ্ধ সুনীল গাভাস্কর

By

Published : Oct 27, 2020, 1:23 PM IST

হায়দরাবাদ, 27 অক্টোবরে : কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে কে এল রাহুলের অধিনায়কত্বে মুগ্ধ প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার ৷ যার পুরস্কার হিসেবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে লিমিটেড ওভারের ক্রিকেটে ভারতীয় দলে বিরাট কোহলির ডেপুটি হিসেবে রাহুলকে রাখা হয়েছে ৷ হ্য়ামস্ট্রিংয়ে চোট পাওয়া ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মাকে টি-20, ওয়ান’ডে ও টেস্ট কোনো দলেই রাখা হয়নি ৷ তাঁর চোট কী অবস্থায় রয়েছে সেই দিকে নজর রাখছে BCCI। তাঁর বদলে কে এল রাহুলকে ভারতীয় দলের সহ অধিনায়ক করা হয়েছে ৷ সোমবারই সেই দল ঘোষণা করেছে ভারতের জাতীয় নির্বাচকেরা ৷

প্রসঙ্গত, ব্য়াট হাতে লাগাতার ব্য়র্থ হওয়া সত্ত্বেও KXIP দলে খেলিয়ে যাওয়া হচ্ছে গ্লেন ম্য়াক্সওয়েলকে ৷ যার জন্য় একাধিকবার কে এল রাহুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তবে, তা সত্ত্বেও অজ়ি অলরাউন্ডারকে না বসিয়ে, তাঁকে দিয়ে পাওয়ার প্লে-তে বোলিং করিয়েছেন রাহুল ৷ এমনকী বল হাতে অনেক কম রান দিয়ে কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার হিটিং ব্য়াটিং লাইন আপকে শান্ত রাখতে সফল হয়েছে ম্য়াক্সওয়েল ৷ যা দেখে সোমবারের ম্য়াচ চলাকালীন রাহুলের অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ শোনাল সুনীল গাভাস্কারকে ৷ তিনি বলেন, কে এল রাহুলকে অনেকদিন ধরে অধিনায়ক হিসেবে পরিণত হতে দেখেছেন ৷ তাঁর কথায়, কেউই অধিনায়ক হিসেবে পারফেক্ট হতে পারেন না ৷ কেউ 50 থেকে 100 ম্য়াচে অধিনায়কত্ব করতে পারেন, তবে রোজ তিনি অধিনায়ক হিসেবে কিছু না কিছু শিখতে থাকবেন ৷ এমনকী কে এল রাহুল টুর্নামেন্টের শুরুতে অধিনায়কত্বের ক্ষেত্রে অনেকটাই রক্ষণাত্মক ছিলেন ৷ তবে, কোচ অনিল কুম্বলের সাহায্য়ে তিনি অনেকটাই সেই সমস্যা থেকে বেরিয়ে এসেছেন বলে জানান গাভাস্কার ৷

এই মুহূর্তে IPL-এর পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে KXIP। সোমবার কলকাতাকে হারিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী পঞ্জাব ৷ তাঁদের বাকি দুই ম্য়াচ জিতলে রানরেটের হিসেবে পঞ্জাব পরবর্তী ধাপে সহজেই যেতে পারবে বলে মনে করছেন সানি ৷

ABOUT THE AUTHOR

...view details