দিল্লি, 2 নভেম্বর : আগামী মরশুমেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে ৷ খোদ ধোনিই একথা জানিয়েছেন ৷ তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনির শুধু IPL-র মঞ্চে ভালো পারফর্ম করা অসম্ভব বলে মনে করছেন 83-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ৷
11 বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে প্রথম বারের জন্য প্লে অফে জায়গা করতে পারেনি চেন্নাই সুপার কিংস ৷ অধিনায়ক ধোনি 2019 সালের বিশ্বকাপের সেমিফাইনালের পর ফের প্রতিযোগিতা মূলক ক্রিকেটে মাঠে নামেন ৷ কিন্তু একেবারেই ফর্মে ছিলেন না ধোনি ৷ 14 ম্যাচে মাত্র 200 রান করেছেন তিনি ৷ প্রথমবার গোটা মরশুমে কোনও অর্ধশতরান করতে পারলেন না তিনি ৷