হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর : গত শুক্রবার দিল্লি ক্যাপিটেলসের বিরুদ্ধে 64 রান করে টি20 ক্রিকেটে হাজার রানের গণ্ডি পার করলেন পৃথ্বী শ । খেলার শেষে তাঁর সর্বমোট রান সংখ্যা দাঁড়াল 1041 । সবচেয়ে ছোট ফরম্যাটের খেলায় এটি তাঁর নবম অর্ধশত রান । IPL-এ পঞ্চম । IPL-এ তাঁর মোট রান সংখ্যা 667 ।
এদিকে অর্থসমৃদ্ধ ইন্ডিয়ান ক্রিকেট লিগে 43 রানের ইনিংস খেলে 2000 রান সম্পূর্ণ করলেন ফ্যাফ ডু প্লেসিস । IPL-এ তাঁর মোট রান সংখ্যা 2026 । এর ফলে তিনি হলেন IPL-এ 2000 রান সম্পূর্ণ করা 33তম ব্যাটসম্যান এবং 13তম বিদেশি ব্যাটসম্যান । ডু প্লেসিস IPL-এ 74টি ম্যাচ খেলেছেন । 67টি ইনিংস খেলে তিনি 2026 রান করেছেন তার মধ্যে ছয় বার নটআউট থেকেছেন । তিনি দুবার রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন । তাঁর সর্বোচ্চ 96 রান 2019-এর 5 মে মোহালিতে চেন্নাইয়ের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে করেন তিনি । তাঁর ঝুলিতে 14টি অর্ধশতরান রয়েছে । তিনি 174টি চার ও 66টি ছয় হাঁকিয়েছেন । তিনি IPL-এ দুটি দল পুনে ও চেন্নাইয়ের হয়ে খেলেন । তাঁর 2026 রান ভেঙে দেখলে দেখা যাবে চেন্নাইয়ের হয়ে 66টি ম্যাচ খেলে 1812 রান করেছেন । 214 রান করেছেন রাইজ়িং পুনে সুপারজায়েন্টসের হয়ে আটটি ম্যাচ খেলে ।
এমএস ধোনি তাঁকে দুবার আউট করেছেন । একবার ক্যাচ ও একবার স্টাম্প করে । এই নিয়ে ধোনি IPL-এ মোট 137টি আউট করেছেন । যার মধ্যে 98টি ক্যাচ ও 39 টি স্টাম্প আছে । 100টি ক্যাচের গণ্ডি পেরোতে ধোনির আর দুটি ক্যাচের প্রয়োজন, তাহলেই হয়ে যাবেন 100টি ক্যাচ নেওয়া দ্বিতীয়তম উইকেটকিপার । এর আগে দিনেশ কার্তিক 101টি ক্যাচ নিয়ে 100টি ক্যাচ নেওয়া একমাত্র উইকেটকিপার হয়ে আছেন । 40টি স্টাম্প করতে ধোনির আর একটি স্টাম্প প্রয়োজন তাহলেই হয়ে যাবেন IPL-এ 40টি স্টাম্প করার একমাত্র উইকেটকিপার ।