পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নবাগত পড়িক্কল ও অভিজ্ঞ ডিভিলিয়ার্সের ব্যাটে ভর করে 163 রান ব্যাঙ্গালোরের - দেবদূত পড়িক্কল

মাঠে রানের ঝড়ের সূত্রপাত করলেন টুর্নামেন্টে অভিষেক হওয়া দেবদূত পড়িক্কল । কর্নাটকের এই ছেলে ও এবি ডিভিলিয়ার্সের দাপটে RCB করল 5 উইকেটে 163 রান ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

By

Published : Sep 21, 2020, 9:28 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

দুবাই, 21 সেপ্টেম্বর : মাঠে ব্যাট করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । দর্শকরা রানের ফুলঝুরি দেখবেন এটাই স্বাভাবিক । অ্যারন ফিঞ্চ, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলিদের থেকে দর্শকরা এটাই আশা করেন । তবে শারজাতে চিত্রটা একটু আলাদা । RCB ব্যাট করল, রানের ফুলঝুরিও উঠল । তবে মাঠে রানের ঝড়ের সূত্রপাত করলেন টুর্নামেন্টে অভিষেক হওয়া দেবদূত পড়িক্কল। কর্নাটকের এই ছেলে ও এবি ডিভিলিয়ার্সের দাপটে RCB করল 5 উইকেটে 163 রান ।

দেবদূত পড়িক্কল

অভিষেকেই অর্ধশতরান । ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব 19 খেলা পড়িক্কল দেখালেন তিনি লম্বা রেসের ঘোড়া । 42 বলে করলেন 56 রান । অন্যদিকে ফিঞ্চ যোগ্য সাহায্য করলেন । ওপেনিং জুটিতে RCB করল 90 রান । তবে দাগ কাটতে পারলেন না অধিনায়ক বিরাট কোহলি । 6 মাস পর মাঠে ফিরে করলেন মাত্র 14 রান । তবে ফের ম্যাজিক দেখালেন এবি ডিভিলিয়ার্স । মাত্র 31 বলে করলেন 51 রান ।

উইকেট নেওয়ার পর হায়দরাবাদ দল

টস জিতলেন সানরাইজ়ার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার । আগের দুই দিনের দুই অধিনায়কের মতোই বিপক্ষকে প্রথমে ব্যাট করতে ডাকলেন । কিন্তু পাওয়ার প্লে তে দাগ কাটতে পারল না সানরাইজ়ার্স বোলাররা । তবে SRH কে ম্যাচে ফেরালেন বিজয় শংকর । তুলে নিলেন দেবদূতের উইকেট । তবে জয়ের জন্য 164 রানের লক্ষ্যমাত্রা নিয়ে কীভাবে জবাব দেয় সানরাইজ়ার্স, সেটাই দেখার ।

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details