পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2020 চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷ এই নিয়ে পাঁচবার IPL চ্যাম্পিয়ন হল তারা । গতবছরও চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহিতরা ।

মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্স

By

Published : Nov 10, 2020, 10:52 PM IST

Updated : Nov 11, 2020, 7:41 AM IST

দুবাই, 10 নভেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 5 উইকেটে হারায় রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ৷ অধিনায়কোচিত ইনিংস রোহিত শর্মার ৷ তাঁকে যোগ্য সংগত দেন ঈশান কিষাণ ৷ 8 বল বাকি থাকতেই ম্যাচ ও খেতাব দখল মুম্বই ইন্ডিয়ান্সের ৷ 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা ট্রেন্ট বোল্ট ।

পঞ্চমবার IPL খেতাব জয়ের জন্য 157 রান করতে হবে । এই অবস্থায় ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করে মুম্বইয়ের দুই ওপেনার । 4 ওভারে 45 রান তোলেন দুই ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি কক । পঞ্চম ওভারের প্রথম বলে আউট হন ডি কক । তবে থামানো যায়নি হিটম্যান রোহিতকে । সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান । কিন্তু, দলের 90 রানের মাথায় রান আউট হন সূর্যকুমার । রোহিতকে রান আউট থেকে বাঁচাতে নিজের উইকেট দিয়ে আসেন তিনি । ঈশান কিষাণ নেমেই দ্রুত গতিতে রান তুলতে শুরু করেন । মুম্বই যখন নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছে, তখন 51 বলে 68 রান করে আউট হন মুম্বইয়ের অধিনায়ক । তাঁর ইনিংসে রয়েছে 5টি চার ও চারটি ছয় । রোহিতের আউটের পর মুম্বইয়ের আরও দুই উইকেট পড়লেও জয় পেতে অসুবিধা হয়নি । 8 বল বাকি থাকতেই পঞ্চমবার IPL খেতাব ঘরে তোলে তারা ।

এর আগে আজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার । কিন্তু, ইনিংসে শুরুতেই ধাক্কা খায় দিল্লি । ট্রেন্ট বোল্টের প্রথম বলেই আউট হন মার্কাস স্টইনিস । 22 রানের মধ্যে আরও 2 উইকেট হারায় প্রথমবার IPL ফাইনাল খেলা দিল্লি । এরপর দলকে টানেন ঋষভ পন্থ ও শ্রেয়স । দুজনে জুটিতে 96 রান তোলেন । 56 রান করে আউট হন পন্থ । 50 বলে 65 রান করে নট আউট থাকেন শ্রেয়স । শেষপর্যন্ত 20 ওভারে 7 উইকেটে 156 রান তোলে দিল্লি ।

আজ জসপ্রীত বুমরা কোনও উইকেট না পেলেও আঁটসাট বোলিং করেন । ট্রেন্ট বোল্ট 4 ওভারে 30 রান দিয়ে 3 উইকেট নেন ।

এবারের IPL-এ এমারজিং প্লেয়ার অফ দা ইয়ারের পুরস্কার পেলেন দেবদূত পড়িক্কল । খেতাব জয়ের পাশাপাশি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেল মুম্বই । টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার পেলেন জোফ্রা আর্চার । এবারের IPL-এ 30 উইকেট নিয়ে পার্পল ক্যাপ পেলেন কাগিসো রাবাডা । আর 670 রান করে অরেঞ্জ ক্যাপ পেলেন কে এল রাহুল ।

Last Updated : Nov 11, 2020, 7:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details