দুবাই, 10 নভেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 5 উইকেটে হারায় রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ৷ অধিনায়কোচিত ইনিংস রোহিত শর্মার ৷ তাঁকে যোগ্য সংগত দেন ঈশান কিষাণ ৷ 8 বল বাকি থাকতেই ম্যাচ ও খেতাব দখল মুম্বই ইন্ডিয়ান্সের ৷ 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা ট্রেন্ট বোল্ট ।
পঞ্চমবার IPL খেতাব জয়ের জন্য 157 রান করতে হবে । এই অবস্থায় ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করে মুম্বইয়ের দুই ওপেনার । 4 ওভারে 45 রান তোলেন দুই ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি কক । পঞ্চম ওভারের প্রথম বলে আউট হন ডি কক । তবে থামানো যায়নি হিটম্যান রোহিতকে । সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান । কিন্তু, দলের 90 রানের মাথায় রান আউট হন সূর্যকুমার । রোহিতকে রান আউট থেকে বাঁচাতে নিজের উইকেট দিয়ে আসেন তিনি । ঈশান কিষাণ নেমেই দ্রুত গতিতে রান তুলতে শুরু করেন । মুম্বই যখন নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছে, তখন 51 বলে 68 রান করে আউট হন মুম্বইয়ের অধিনায়ক । তাঁর ইনিংসে রয়েছে 5টি চার ও চারটি ছয় । রোহিতের আউটের পর মুম্বইয়ের আরও দুই উইকেট পড়লেও জয় পেতে অসুবিধা হয়নি । 8 বল বাকি থাকতেই পঞ্চমবার IPL খেতাব ঘরে তোলে তারা ।