পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 23, 2020, 6:30 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

ETV Bharat / sports

সঞ্জুকে ভারতীয় দলে নিয়মিত দেখতে চান গাভাসকর

ম্যাচ জেতানো ইনিংস খেলে শুভেচ্ছার বন্যায় ভাসছেন রাজস্থানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ৷ এবার ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ও অধিনায়ক সুনীল গাভাসকর সঞ্জুর হয়ে ব্যাট ধরলেন ৷

Sanju Samson
Sanju Samson

শারজা, 23 সেপ্টেম্বর : মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অভিযান শুরু করে চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু দ্বিতীয় মাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 16 রানে হার স্বীকার করতে হয়েছে ধোনির চেন্নাইকে ৷ আর এই ম্যাচে রাজস্থানের হয়ে জয়ের নায়ক সঞ্জু স্যামসন ৷

স্বাভবতই ম্যাচ জেতানো ইনিংস খেলে শুভেচ্ছার বন্যায় ভাসছেন রাজস্থানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ৷ এবার ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ও অধিনায়ক সুনীল গাভাসকর সঞ্জুর হয়ে ব্যাট ধরলেন ৷ জাতীয় দলে পাকাপাকিভাবে স্যামসনের অন্তর্ভুক্তির জন্য সওয়াল করলেন তিনি ৷

স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গাভাসকর বলেন, ‘‘ অবিশ্বাস্য, সঞ্জুর মধ্যে বরাবরই প্রতিভা আছে ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওর কঠোর পরিশ্রমের কথাও সঞ্জু বলেছে ৷ ও ফিট থাকার চেষ্টা করে ৷ ওর ডায়েট কন্ট্রোল করেছে ৷ ভারতের হয়ে খেলার জন্য ও নিজেকে তৈরি করেছে ৷ ও ভারতীয় দলে নিয়মিত জায়গা করে নিতে চায় ৷ ব্যাটসম্যান হিসেবে ও বরাবরই ভালো ৷ কিন্তু উইকেটরক্ষক হিসেবে কিছু প্রশ্নচিহ্ন আছে ৷ কিন্তু আজকের ম্যাচে ও উইকেটের পিছনে দুরন্ত ছিল ৷’’

কিংবদন্তি ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসনও সঞ্জুর দরাজ প্রশংসা করেছেন ৷ তিনি বলেন, ‘‘ আমি শুধু বলতে চাই ভারতীয় ক্রিকেটার হিসেবে সঞ্জুর কেরিয়ার দীর্ঘ নয় ৷ কিন্তু আজ যে পারফরম্যান্স সঞ্জু করেছে, আমি জানি না এর আগে আর কতগুলো এমন ইনিংস ও খেলেছে । কিন্তু দিন দিন ও ভালো ব্যাটসম্যান হয়ে উঠছে ৷ স্যামসন যদি নিজের ধারাবাহিকতা ধরে রাখে, আমি মনে করি ও ইংল্যান্ডে এসে খেলতে পারে ৷ কিন্তু এটা একটা ব্যস্ত মরশুম ৷ তবে আশাকরি সঞ্জু নিজের ধারাবাহিকতা ধরে রাখবে ৷’’

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details