পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কলকাতার লড়াই প্লে অফের জন্য, সম্মান রক্ষার লড়াই চেন্নাইয়ের - চেন্নাই সুপার কিংস

12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ হাতে মাত্র দুটি ম্যাচ ৷ তাই প্লে অফে যেতে দুটি ম্যাচই জিততে হবে নাইটদের ৷ অন্যথায় একটি ম্যাচে হেরে গেলেও প্লে অফে যেতে অন্যদের ফলাফলের উপর অপেক্ষা করতে হবে ইয়ন মরগ্যান ব্রিগেডকে ৷

CSK vs KKR
CSK vs KKR

By

Published : Oct 29, 2020, 6:00 AM IST

দুবাই, 29 অক্টোবর : একটি দলের লড়াই প্লে অফে জায়গা করে নেওয়ার ৷ অন্য দল খেলবে সম্মান পুনরুদ্ধারের জন্য ৷ এক কথায় এটাই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের নির্যাস ৷

ইতিমধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস ৷ এর আগে 10 বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলেছে মহেন্দ্র সিংয়ের নেতৃত্বাধীন CSK ৷ প্রতিবারই প্লে অফ খেলেছে তারা ৷ এই প্রথম প্লে অফে জায়গা করতে পারল না তিন বারের চ্যাম্পিয়নরা ৷ তাই লিগের শেষ দুই ম্যাচে জয় তুলে নিয়ে নিজেদের সম্মান পুনরুদ্ধার করতে চাইবেন ধোনি, জাদেজারা ৷

অন্যদিকে 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ হাতে মাত্র দুটি ম্যাচ ৷ তাই প্লে অফে যেতে দুটি ম্যাচই জিততে হবে নাইটদের ৷ অন্যথায় একটি ম্যাচে হেরে গেলেও প্লে-অফে যেতে অন্যদের ফলাফলের উপর অপেক্ষা করতে হবে ইয়ন মরগ্যান ব্রিগেডকে ৷

তবে টেবিলের পাঁচ বনাম আটের লড়াইটা সহজ হবে না কলকাতা নাইট রাইডার্সের কাছে ৷ যদিও শেষ ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে 8 উইকেটে ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস ৷ অন্যদিকে গেইল ও মনদীপের দুরন্ত ব্যাটিংয়ে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে 8 উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স ৷

গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে নাইট অধিনায়কের সবথেকে বড় সমস্যা ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব ৷ এখনও পর্যন্ত টুর্নামেন্টে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ KKR ব্যাটসম্যানরা ৷ মরগ্যান চাইবেন দলের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক দ্রুত রানে ফিরুক ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওপেনিংয়ে দুরন্ত খেলেছিলেন নীতীশ রাণা ৷ কিন্তু পরের ম্যাচে ব্যর্থ হন তিনি ৷ তাই চেন্নাই ম্যাচে তাঁকে রানে ফিরতেই হবে ৷

তবে এখনও পর্যন্ত বোলাররা কিছুটা ছন্দ দেখিয়েছে ৷ পাওয়ার প্লে-তে নিয়মিত উইকেট তুলে নিচ্ছেন প্যাট ক্যামিন্স ৷ ভালো বোলিং করছেন লকি ফার্গুসন ৷ স্পিনে ভেলকি দেখাচ্ছেন বরুণ চক্রবর্তী ৷ সদ্য অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে সুযোগ পেয়েছেন এই বিষ্ময় স্পিনার ৷

অন্যদিকে চেন্নাই সুপার কিংসও একই সমস্যায় ভুগছে ৷ দলের ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব বারবার প্রকট হয়েছে ৷ রান পাননি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজেও ৷ এমনকী টুর্নামেন্টের শুরুর দিকে ফর্মে দেখা গিয়েছিল ফাফ ডুপ্লেসিকে ৷ কিন্তু শেষের দিকে সেই পরিচিত ছন্দে পাওয়া যায়নি তাঁকে ৷ স্যাম কুরান দলে ডোয়েন ব্রাভোর অভাব পূরণ করার চেষ্টা করছেন ঠিকই কিন্তু তা দলকে জেতাতে যথেষ্ট নয় ৷

আগের ম্যাচেই RCB -র দুরন্ত ব্যাটিংয়ের সামনে ভেঙে পড়েছিল চেন্নাই সুপার কিংসের বোলিং লাইন আপ ৷ তবে তারাও টুর্নামেন্টের শেষ দিকে নিজেদের ছাপ রেখে যেতে চাইবে ৷ প্লে-অফের জন্য না সম্মান পুনরুদ্ধারের লড়াইয়ে তাই ভয়ংকর হতেই পারে চেন্নাই ৷ অন্যদিকে ম্যাচ জিতে প্লে- অফে এগিয়ে থাকাই লক্ষ্য টিম KKR-এর ৷

ABOUT THE AUTHOR

...view details