পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL-র জন্য সবকিছু করতে প্রস্তুত : অ্যালেক্স ক্যারি - আইপিএল 2020 খবর

চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ সেঞ্চুরির করে জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন ৷ দিল্লি ক্যাপিটালসের হয়ে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তাঁর অভিষেক IPL-এ ছাপ ফেলতে তৈরি ৷

অ্যালেক্স ক্যারি
অ্যালেক্স ক্যারি

By

Published : Sep 24, 2020, 7:05 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

দুবাই, 24 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতির মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে দেখে আনন্দিত দিল্লি ক্যাপিট্যালস ক্রিকেটার অ্যালেক্স ক্যারি ৷ তিনি বলেন, এখানে এসে খেলার জন্য তিনি সবকিছু করতেন ৷ টুর্নামেন্টটি মার্চে শুরু হওয়ার কথা থাকলেও প্যানডেমিকের জন্য তা পিছিয়ে 19 সেপ্টেম্বর করা হয় ৷ এবং ভারতের পরিবর্তে আরব আমিরশাহিতে সমস্ত কোরোনা বিধি মেনে টুর্নামেন্ট শুরু হয়েছে ৷

চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ সেঞ্চুরির করে জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন ৷ দিল্লি ক্যাপিটালসের হয়ে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তাঁর অভিষেক IPL-এ ছাপ ফেলতে তৈরি ৷ রবিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় তুলে নেয় দিল্লি ক্যাপিট্যালস ৷

একটি বিবৃতি দিয়ে ক্যারি বলেন, ‘‘প্রতিকূল পরিস্থিতিতে এখানে এসে IPL খেলতে পারা এক অদ্ভুত অভিজ্ঞতা এবং এক বিস্ময়কর অনুভূতি ৷ আমরা ধন্যবাদ জানাই সমস্ত ক্রিকেটার ও কর্মকর্তাদের, যাদের জন্য এটা সম্ভব হয়েছে ৷ আমরা যখন ইংল্যান্ডে ছিলাম তখন বাবলে থাকতে হয়েছিল ৷ এবং এটা একটা ভালো অভিজ্ঞতা ৷ খেলা শেষ হওয়ার পরের দিন ইংল্যান্ড থেকে আমরা দুবাইগামী বিমান ধরি ৷ দুবাইয়ে পরের 24 ঘণ্টা আমাদের হোটেলের রুমে বন্দী থাকতে হয় ৷ এবং আমাদের COVID পরীক্ষা করাতে হয়। আমরা এখানে এসে খেলার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলাম ৷ ’’

প্রথম ম্যাচে বেঞ্চে বসেছিলেন ৷ কিন্তু তা সত্ত্বেও ক্যারি বলছেন রাবাডার উপর তাঁর পূর্ণ আস্থা ছিল ৷ সুপার ওভারে রাবাডার দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র দুই রান করতে পারে কিংস ইলেভেন পঞ্জাব ৷

ক্যারি বলেন, ‘‘এটি আমার প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এবং প্রথম সুপার ওভার ৷ তাই এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা ছিল ৷ আমার রাবাডার উপর পূর্ণ বিশ্বাস ছিল ৷ আমি কয়েকবার ওর মুখোমুখি হয়েছি ৷ তাই আমি নিশ্চিত ছিলাম ও ইয়র্কার করবে, যেটা ও আমার সঙ্গে কয়েকবার করেছে ৷ ও অবিশ্বাস্য ছিল ৷’’

দলের অন্য উইকেটরক্ষক ঋষভ পন্থের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার কথা উঠলে ক্যারি বলেন, "আমাদের ইতিমধ্যে খুব ভালো কথা হয়েছে ৷"

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details