পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

12 মিনিট অন্ধকারে ইডেন

ইডেনে নিভল আলো। 12 মিনিট বন্ধ থাকে খেলা

আলোহীন ইডেন

By

Published : Mar 24, 2019, 7:24 PM IST

Updated : Mar 25, 2019, 3:41 PM IST

কলকাতা, 24 মার্চ : ফের আলো বিভ্রাট ইডেনে। আজ কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদ ম্যাচ চলাকালীন সন্ধ্যা 7টা 18মিনিট নাগাদ একটি স্ট্যান্ডের আলো নিভে যায়। প্রায় 12 মিনিট খেলা বন্ধ থাকে। তারপর ফের খেলা শুরু হয়।

সানরাইজ়ার্সের বিরুদ্ধে 182 রান তাড়া করছিল নাইটরা। 16তম ওভারে বল করছিলেন রশিদ খান। ব্যাট করছিলেন নীতিশ রানা। দুটি বল করার পর হাইকোর্ট এন্ডের ইলেকট্রনিক স্কোরবোর্ডের মাথার উপর আলো নিভে যায়। কম আলোর কারণে খেলা বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়ররা। দু'দলের খেলোয়াড়রা ডাগ-আউটে বসেছিলেন। 7টা 30মিনিটে পুরোপুরি আলো জ্বলে ওঠে। তারপর ম্যাচ শুরু হয়। কিন্তু, ফের খেলার শুরুর পর প্রথম বলেই আউট হয়ে যান নীতিশ রানা।

তবে ইডেনের ইতিহাসে আলো বিভ্রাট এই প্রথম নয়। এর আগে 2008 সালে IPL-এ কলকাতা নাইট রাইডার্স বনাম ডেকান চার্জ়াস ম্যাচ চলাকালীন একইভাবে ইডেনে আলো নিভে গেছিল। বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকে। তারপর 2009 সালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন ফ্লাডলাইট ইডেনের মুখ পুড়িয়েছিল। প্রায় 23 মিনিট খেলা বন্ধ থাকে। এখানেই শেষ নয়। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাংলাদেশ-নিউজ়িল্য়ান্ড ম্যাচ চলাকালীন ফ্লাডলাইট নিভে গেছিল।

আরও পড়ুন : অন্ধকার ইডেনে আলোর রোশনাই রাসেল

Last Updated : Mar 25, 2019, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details