পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গেইল ঝড় থামিয়ে জয়ের পরিকল্পনা KKR-এর

বছর দশেক আগের IPL-এর আসর হলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচকে বীর-জ়ারার বলিউডি চিত্রনাট্যে রাঙানো হত। তবে বুধসন্ধ্যায় ইডেনমুখী দর্শকরা বাইশ গজে রাসেল বনাম ক্রিস গেইলের দ্বৈরথ দেখতে বেশি আগ্রহী।

By

Published : Mar 27, 2019, 3:12 AM IST

কলকাতা, ২৭ মার্চ : ক্রিকেটের নিয়মে থেকেও রবিচন্দ্রন অশ্বিন খেলার স্পিরিট ভাঙার দায়ে সমালোচিত। তবে অশ্বিনকে মানকডিং সম্পর্কিত কোনও প্রশ্ন করা যাবে না, গতকাল সাংবাদিক সম্মেলনের শুরুতেই KKR-এর মিডিয়া ম্যানেজার জানিয়ে দেন সেই কথা। সেই সংক্রান্ত প্রশ্নের প্রতিক্রিয়া নিয়ে যাতে কোনও বিতর্ক না হয় তার জন্যে দলের পক্ষে পাঠানো হয়েছিল লকি ফার্গুসনকে। নিউজ়িল্যান্ডের ক্রিকেটাররা ভদ্রভাবে ক্রিকেট খেলার জন্য পরিচিত। দেশীয় ক্রিকেটের ঐতিহ্য বজায় রেখে IPL-এ নাইটদের সাজঘরের আবহাওয়ার ইঙ্গিত দিলেন ফার্গুসন। সেই সঙ্গে জানালেন ইডেনে কী ভাবে তারা কিংস ইলেভেন পঞ্জাব-এর চ্যালেঞ্জ সামলাবেন। এদিকে বিকেলে পঞ্জাব দলটির অপশনাল প্র্যাকটিস থাকায় ক্রিকেটারদের বেশিরভাই ইডেনমুখো হননি। তাই কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়কের সেই সংক্রান্ত কোনও বক্তব্য জানা যায়নি।

বছর দশেক আগের IPL-এর আসর হলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচকে বীর-জ়ারার বলিউডি চিত্রনাট্যে রাঙানো হত। তবে বুধসন্ধ্যায় ইডেনমুখী দর্শকরা বাইশ গজে রাসেল বনাম ক্রিস গেইলের দ্বৈরথ দেখতে বেশি আগ্রহী। সাংবাদিক সম্মেলনে নাইট পেসার লকি ফার্গুসন ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেলের প্রশংসা করে জানান, IPL-এ রাসেলের সঙ্গে সাজঘর ভাগাভাগি করতে পেরে তিনি ভাগ্যবান।

হায়দরাবাদকে উড়িয়ে দেওয়ার রাতে জয়োৎসব পালন করলেও KKR পঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। পঞ্জাব চিরকালই বল্লে বল্লে ক্রিকেট খেলতে ভালোবাসে। দলে ক্রিস গেইলের উপস্থিতি সেই ধামাকা ক্রিকেটে বাড়তি মশলা যোগ করবে বলাই বাহুল্য। প্রথম ম্যাচে তার ট্রেলার কিছুটা দেখিয়েছে তারা। ভরা ইডেনে ইউনিভার্স বস তার স্বদেশীয় অলরাউন্ডারকে পালটা বার্তা দিতে চাইবেন ধরে নেওয়া যায়। ইডেনে তাই গেইল ঝড় সামলানো নাইট বোলারদের বাড়তি চ্যালেঞ্জ। তবে ফার্গুসন বলছেন গেইলকে নিয়ে আলাদা অঙ্কের পাশাপাশি পুরো পঞ্জাব দলকে নিয়েই ছক কষা আছে তাদের।

বদলে যাওয়া ইডেনের বাইশ গজে সবুজের জোরালো আভা। যার জেরে নাইট বোলিং ডিপার্টমেন্টে পীযূষ চাওলাকে ডাগ আউটে জায়গা দিতে পারে। প্রথম ম্যাচে আঙ্গুলে চোট পাওয়া সুনীল নারাইন মঙ্গলবার ইডেনে চুটিয়ে হাত ঘোরালেন। যা জ্যাক কালিস ও নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের মুখে হাসি ফুটিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বুধসন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রকৃতির আচরণ কি হবে তা বলবে সময়। তবে বাইশ গজে ব্যাটে বলের ঝড় যে উঠবে তা বলা যায়।

ABOUT THE AUTHOR

...view details