পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL বেটিং, ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ গ্রেপ্তার - indian cricket

ফের IPL ঘিরে বেটিং বিতর্ক। বেটিং-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গুজরাটের ভদোদরা থেকে গ্রেপ্তার করা হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ তুষার আরোথেকে।

তুষার আরোথে

By

Published : Apr 2, 2019, 8:39 PM IST

ভদোদরা, ২ এপ্রিল : ফের IPL ঘিরে বেটিং বিতর্ক। বেটিং-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গুজরাটের ভদোদরা থেকে গ্রেপ্তার করা হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ তুষার আরোথেকে। আরোথে ছাড়া আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২১টি মোবাইল ফোন সহ ১৪.৩৯ লাখ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে ৯টি গাড়ি ও একটি প্রোজেক্টর।

DCP (ক্রাইম ব্রাঞ্চ) জে সি জাদেজা বলেন, "আমরা একটি ক্যাফেতে তল্লাশি চালিয়ে তুষার আরোথে সহ ১৮ জনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।"

এর আগে বেটিং কেলেঙ্কারিতে জড়িত থাকায় শাস্তি হিসেবে ভারতীয় বোর্ড ২ বছরের জন্য রাজস্থান এবং চেন্নাই দলকে IPL থেকে নির্বাসিত করেছিল। সেই কারণেই ২০১৬ এবং ২০১৭ সালের IPL-এ অংশগ্রহণ করতে পারেনি রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। স্পট ফিক্সিং কাণ্ডে যুক্ত থাকার জন্য ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত হয়েছিলেন শ্রীসন্থ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details