কলকাতা, 25 জানুয়ারি : ঋদ্ধিমান সাহার আগে ঋষভ পন্থের নাম আসন্ন ইংল্য়ান্ড সিরিজে প্রথম একাদশে থাকার সম্ভাবনা রয়েছে ৷ তবে, এতে কিছুই যায় আসে না বাংলার পাপালির, অর্থাৎ ঋদ্ধিমান সাহার ৷ এক সংবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি এই ধরনের তুলনা 2018 সাল থেকে শুনে আসছি ৷ আমি নিজের কাজে বিশ্বাস করি এবং পন্থ কীভাবে ব্য়াটিং করছেন তা নিয়ে চিন্তিত নই ৷’’
অস্ট্রেলিয়া সফরে অ্য়াডিলেড টেস্টের দুই ইনিংসে মাত্র 9 ও 4 রান করায় মেলবোর্ন ম্য়াচে ঋদ্ধিকে বসিয়ে ঋষভকে প্রথম একাদশে নিয়ে আসা হয় ৷ অন্য়দিকে, সুযোগ পেয়ে সিডনি ও গাব্বা টেস্টে আক্রমণাত্মক ব্য়াটিং করেন দিল্লির উইকেট-কিপার ব্য়াটসম্য়ান ৷ যার মধ্য়ে গাব্বায় শেষ টেস্টে ঋষভের ইংনিসে ভর করে ঐতিহাসিক সিরিজ জেতে ভারত ৷ যারপর থেকে ভারতীয় টেস্ট দলে প্রথম ইনিংসে ঋদ্ধির বদলে ঋষভকে সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করছেন বিশেষজ্ঞরা ৷