হায়দরাবাদ, 5 জানুয়ারি:পাকিস্তানের খেলোয়াড়রা স্কুল-স্তরের খেলা খেলছেন। নিউজিল্যান্ডে সফরে পাকিস্তানের খারাপ পারফরমেন্স দেখে এমনই মন্তব্য করলেন শোয়েব আখতার। প্রাক্তন পাক পেসারের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড গড়পড়তা ক্রিকেটারদের পাঠিয়েছে।
প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টেও তাদের অবস্থা খুব খারাপ। পাকিস্তান 297 রানে অল আউট হয়ে যায়। নিউজিল্যান্ড পালটা ব্যাট করতে নেমে রানের পাহাড় খাড়া করেছে। 659/6 রানে ডিক্লেয়ার করেছে কিউইরা। 238 রান করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। সেঞ্চুরি করেছেন নিকোলাসও। তাঁর স্কোর 102 নট আউট। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে 362 রানে। ফলে পাকিস্তানের ইনিংসে হেরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।