হায়দরাবাদ, 24 জানুয়ারি : ইংল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে প্রথম একাদশে খেলার সম্ভাবনা রয়েছে বাঁ হাতি চায়নাম্য়ান কুলদীপ যাদবের ৷ ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের তরফে এমনটাই জানা গিয়েছে ৷
প্রসঙ্গত সদ্য় শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে 20 সদস্য়ের দলে কুলদীপ থাকলেও তিনি প্রথম একাদশে জায়গা পাননি ৷ এবার 5 ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ে ভারত ও ইংল্য়ান্ডের মধ্যে শুরু হতে চলেছে চার ম্য়াচের টেস্ট সিরিজ় ৷ কোরোনা পরিস্থিতির মধ্যে প্রথমবার ভারতের মাটিতে কোনও আন্তর্জাতিক সিরিজ আয়োজিত হতে চলেছে ৷
কুলদীপ যাদব তাঁর শেষ টেস্ট ম্য়াচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2019 সালে সিডনিতে ৷ সেই টেস্টে 5 উইকেট নিয়েছিলেন ৷ সব মিলিয়ে অভিষেকের পর থেকে মোট 6টি টেস্টে খেলেছেন এই বাঁ হাতি চায়নাম্য়ান ৷ ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে গতকাল বিসিসিআইয়ের ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে জানান, ‘‘এটা আপনার পক্ষে খুবই কঠিন ৷ যখন আপনি আত্মবিশ্বাসী কিন্তু আপনি কোনও ম্য়াচে খেলতে পারছেন না ৷ এখন আমরা ভারতে এসেছি । এবার তোমার সময় আসবে ৷ তাই পরিশ্রম করে যাও ৷’’
আরও পড়ুন :গাব্বায় জয়ের পর সতীর্থদের কী বলেছিলেন রাহানে ?
শুধু সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে নন, বোলিং কোচ ভরত অরুণও কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভারতে কুলদীপের খেলার সম্ভাবনার কথা ৷ তিনি আরও জানিয়েছিলেন, কুলদীপকে অস্ট্রেলিয়ায় খেলানো হয়নি, কারণ দল দ্রুত গতির বোলারদের নিয়ে খেলার পরিকল্পনা বানিয়েছিল ৷ এ নিয়ে অরুণ জানান, ‘‘ঠিক আছে (কুলদীপের সুযোগ না পাওয়া নিয়ে)৷ আমি মনে করি ও কঠিন পরিশ্রম চালিয়ে যাবে ৷ ও অসাধারণ ক্রিকেটার ৷ যখন কুলদীপ সুযোগ পাবে, তখন দেখিয়ে দেবে যে ও কী করতে পারে, এটা আমার বিশ্বাস ৷’’