মুম্বই, 4 ডিসেম্বর : মুম্বই টেস্টে প্রথম ইনিংসে জিম লেকার এবং অনিল কুম্বলের সঙ্গে এক সারিতে ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল (Ajaz Patel Takes 10 Wickets in One Innings) ৷ এক ইনিংসে 10 উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি ৷ সেই সঙ্গে প্রথম ইনিংসে ভারত 325 রানে অল আউট হয়ে গেল ৷ গতকাল 4 উইকেট নেওয়ার পর আজ সকালে ইনিংসের শুরুতেই ঋদ্ধি এবং অশ্বিনের উইকেট নিয়ে যাত্রা শুরু হয় আজাজের ৷ পরে একে একে ময়ঙ্ক, অক্ষর, জয়ন্ত এবং সিরাজের উইকেট নেন তিনি ৷ প্রথম ইনিংসে ভারতের হয়ে 150 রান করেছেন ময়ঙ্ক আগরওয়াল ৷ 52 রান করেন অক্ষর প্যাটেল ৷
দ্বিতীয় দিনের প্রথম সেশনের শুরুতেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ এর পর ময়ঙ্ক এবং অক্ষর মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় ইনিংসের প্রাথমিক ধাক্কা সামাল দেয় (India vs New Zealand Mumbai Test) ৷ তবে, মধ্যাহ্নভোজের পর 150 রান করে আউট হন ময়ঙ্ক ৷ হাফ সেঞ্চুরি করেন অক্ষর ৷ এ দিনের শুরুতেই কানপুর টেস্টে ব্যাট হাতে সফল দুই ব্যাটার ঋদ্ধিমান সাহা এবং রবিচন্দ্রন অশ্বিনকে পরপর আউট করলেন আজাজ প্যাটেল (Ajaz Patel) ৷ এর পর একে একে বাকি 4 ব্যাটারের শিকার করেন নিউজিল্যান্ডের বাঁ হাতি অর্থডক্স স্পিনার ৷ সেই সঙ্গে প্রথম ইনিংসে 10 উইকেট নিয়ে জিম লেকার এবং অনীল কুম্বলের সঙ্গে এক আসনে বসলেন আজাজ প্যাটেল ৷ প্রসঙ্গত, 1956 সালে অ্যাসেজে প্রথম এক ইনিংসে 10 উইকেট নেওয়ার রেকর্ড গড়েন জিম লেকার ৷
আরও পড়ুন : Ajaz Patel : দশে দশ, কুম্বলেদের সঙ্গে একাসনে ভারতীয় বংশোদ্ভূত আজাজ