পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs NZ Mumbai Test : এক ইনিংসে 10 উইকেট আজাজের, প্রথম ইনিংসে 325 রান ভারতের - India vs New Zealand Mumbai Test

আজাজ প্যাটেলের 10 উইকেটের জেরে 325 রানে অল আউট ভারত (India vs New Zealand Mumbai Test) ৷ সেই সঙ্গে জিম লেকার এবং অনিল কুম্বলের সঙ্গে এক সারিতে চলে এলেন এই কিউয়ি স্পিনার (Ajaz Patel Takes 10 Wickets in One Innings) ৷ অন্যদিকে, ভারতের হয়ে সর্বোচ্চ 150 রান করেন ময়ঙ্ক আগরওয়াল ৷ 52 রান করেছেন অক্ষর প্যাটেল ৷

IND vs NZ Mumbai Test
প্রাথমিক ধাক্কা সামলে তিনশো পার ভারতের

By

Published : Dec 4, 2021, 10:19 AM IST

Updated : Dec 4, 2021, 1:35 PM IST

মুম্বই, 4 ডিসেম্বর : মুম্বই টেস্টে প্রথম ইনিংসে জিম লেকার এবং অনিল কুম্বলের সঙ্গে এক সারিতে ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল (Ajaz Patel Takes 10 Wickets in One Innings) ৷ এক ইনিংসে 10 উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি ৷ সেই সঙ্গে প্রথম ইনিংসে ভারত 325 রানে অল আউট হয়ে গেল ৷ গতকাল 4 উইকেট নেওয়ার পর আজ সকালে ইনিংসের শুরুতেই ঋদ্ধি এবং অশ্বিনের উইকেট নিয়ে যাত্রা শুরু হয় আজাজের ৷ পরে একে একে ময়ঙ্ক, অক্ষর, জয়ন্ত এবং সিরাজের উইকেট নেন তিনি ৷ প্রথম ইনিংসে ভারতের হয়ে 150 রান করেছেন ময়ঙ্ক আগরওয়াল ৷ 52 রান করেন অক্ষর প্যাটেল ৷

দ্বিতীয় দিনের প্রথম সেশনের শুরুতেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ এর পর ময়ঙ্ক এবং অক্ষর মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় ইনিংসের প্রাথমিক ধাক্কা সামাল দেয় (India vs New Zealand Mumbai Test) ৷ তবে, মধ্যাহ্নভোজের পর 150 রান করে আউট হন ময়ঙ্ক ৷ হাফ সেঞ্চুরি করেন অক্ষর ৷ এ দিনের শুরুতেই কানপুর টেস্টে ব্যাট হাতে সফল দুই ব্যাটার ঋদ্ধিমান সাহা এবং রবিচন্দ্রন অশ্বিনকে পরপর আউট করলেন আজাজ প্যাটেল (Ajaz Patel) ৷ এর পর একে একে বাকি 4 ব্যাটারের শিকার করেন নিউজিল্যান্ডের বাঁ হাতি অর্থডক্স স্পিনার ৷ সেই সঙ্গে প্রথম ইনিংসে 10 উইকেট নিয়ে জিম লেকার এবং অনীল কুম্বলের সঙ্গে এক আসনে বসলেন আজাজ প্যাটেল ৷ প্রসঙ্গত, 1956 সালে অ্যাসেজে প্রথম এক ইনিংসে 10 উইকেট নেওয়ার রেকর্ড গড়েন জিম লেকার ৷

আরও পড়ুন : Ajaz Patel : দশে দশ, কুম্বলেদের সঙ্গে একাসনে ভারতীয় বংশোদ্ভূত আজাজ

প্রসঙ্গত, গতকাল ভেজা আউট ফিল্ডের কারণে মুম্বইয়ের দ্বিতীয় টেস্ট আড়াই ঘণ্টা দেরিতে শুরু হয় ৷ ফলে সারাদিনে মাত্র 70 ওভার খেলা হয় ৷ যেখানে ভারত প্রথমদিনের শেষে 4 উইকেট হারিয়ে ভারত 221 রান তোলে ৷ যেখানে দুই ওপেনারই শুরু থেকে স্বচ্ছন্দে রান তোলেন ৷ কিন্তু, দলের 80 রানে শুভমান গিল আউট হতেই, তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার ৷ 80 রানেই 3 উইকেট হারায় ভারত ৷ অধিনায়ক বিরাট এবং এই ম্যাচে সহ-অধিনায়ক পূজারা শূন্য রানে আউট হন ৷ এর পর গত ম্যাচে ভারতের হিরো শ্রেয়স আইয়ার এবং ময়ঙ্ক আগরওয়াল ইনিংস সামলান ৷ শ্রেয়স আউট হলে, ঋদ্ধিমান সাহা এবং ময়ঙ্ক ভারতকে স্বচ্ছন্দের সঙ্গে দু’শোর গণ্ডি পার করিয়ে দেন ৷ ময়ঙ্ক এই টেস্টে তাঁর কেরিয়ারের চতুর্থ শতরান করেছেন ৷

আরও পড়ুন : IND vs NZ Test : ওয়াংখেড়েতে ময়াঙ্কের সেঞ্চুরি ঢাকল ‘বিরাট’ ব্যর্থতা

ভারত প্রথম ইনিংসে 325 রান তুলেছে ৷ নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে ৷ কেন উইলিয়ামসন হীন কিউই ইনিংসে ওপেন করছেন অধিনায়ক টম লেথাম এবং উইল ইয়ং ৷

Last Updated : Dec 4, 2021, 1:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details