পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বল বিকৃতি নিয়ে বোলাররাও অবগত ছিলেন, ইঙ্গিত ক্যামরন ব্যানক্রফ্টের

ক্যামরন ব্যানক্রফ্ট জানিয়েছেন, তিনি যা করেছেন তার জন্য নিজেই দায়ী এবং সেখানে তাঁর বড় ভূমিকা ছিল, তা স্বীকার করে নিয়েছেন ৷ আর অবশ্যই তিনি সেটা করেছিলেন বোলারদের সুবিধার জন্য এবং সেটা নিয়ে অনেকেই সচেতন ছিলেন ৷

bowlers-were-aware-of-ball-tampering-tactics-hints-cameron-bancroft
বল বিকৃতি নিয়ে বোলাররাও অবগত ছিলেন, ইঙ্গিত ক্যামরন ব্যানক্রফ্টের

By

Published : May 15, 2021, 3:17 PM IST

নয়াদিল্লি, 15 মে : 2018 সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে বল টেম্পারিংয়ের ঘটনায় এবার বোলারদের যুক্ত থাকার ইঙ্গিত ৷ আর এই ইঙ্গিত করেছেন বল টেম্পারিংয়ের ঘটনায় যুক্ত থাকা অন্যতম অজি ক্রিকেটার ক্যামরন ব্যানক্রফ্ট ৷ এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সেই কালোদিন নিয়ে আলোচনায় এমনই ইঙ্গিত করেছেন তিনি ৷

ক্যামরন ব্যানক্রফ্ট জানিয়েছেন, তিনি যা করেছেন তার জন্য নিজেই দায়ী এবং সেখানে তাঁর বড় ভূমিকা ছিল, তা স্বীকার করে নিয়েছেন ৷ আর অবশ্যই তিনি সেটা করেছিলেন বোলারদের সুবিধার জন্য এবং সেটা নিয়ে অনেকেই সচেতন ছিল ৷ আর এই দীর্ঘ অভিজ্ঞতা এবং জার্নি থেকে তিনি শিখেছেন, কোথায় গিয়ে থামতে হবে ৷ আর সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে শিখেছেন ৷

আরও পড়ুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম নিয়ে প্রশ্ন তুললেন ব্রড

প্রসঙ্গত, 2018 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নবাগত ক্যামরন ব্যানক্রফ্টের সাহায্যে শিরিষ কাগজ দিয়ে ঘসে বলের পালিশ তুলিয়েছিলেন তৎকালীন অজি অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ যে ঘটনার জন্য স্মিথ এবং ওয়ার্নারকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কৃত করা হয়েছিল ৷ একই শাস্তি পেয়েছিলেন ক্যামরন ব্যানক্রফ্ট নিজেও ৷

ABOUT THE AUTHOR

...view details