নয়াদিল্লি, 15 মে : 2018 সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে বল টেম্পারিংয়ের ঘটনায় এবার বোলারদের যুক্ত থাকার ইঙ্গিত ৷ আর এই ইঙ্গিত করেছেন বল টেম্পারিংয়ের ঘটনায় যুক্ত থাকা অন্যতম অজি ক্রিকেটার ক্যামরন ব্যানক্রফ্ট ৷ এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সেই কালোদিন নিয়ে আলোচনায় এমনই ইঙ্গিত করেছেন তিনি ৷
ক্যামরন ব্যানক্রফ্ট জানিয়েছেন, তিনি যা করেছেন তার জন্য নিজেই দায়ী এবং সেখানে তাঁর বড় ভূমিকা ছিল, তা স্বীকার করে নিয়েছেন ৷ আর অবশ্যই তিনি সেটা করেছিলেন বোলারদের সুবিধার জন্য এবং সেটা নিয়ে অনেকেই সচেতন ছিল ৷ আর এই দীর্ঘ অভিজ্ঞতা এবং জার্নি থেকে তিনি শিখেছেন, কোথায় গিয়ে থামতে হবে ৷ আর সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে শিখেছেন ৷