পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: শুরুতেই চমক, এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন হরমনপ্রীতরা; বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

India's Women's Cricket Team Reaches Asian Games Final: গতকালই চিনের মাটিতে উড়েছে ভারতের পতাকা। শুরু হয়েছে 19তম এশিয়ান গেমস। কিছু খেলা অবশ্য আগেই শুরু হয়ে গিয়েছে। আর শুরু হতে না হতেই সুখবর ৷ এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছেছে ভারতের মহিলা ক্রিকেট দল। রবিবার বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছে ৷

Asian Games 2023
এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন হরমনপ্রীতরা; বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 11:45 AM IST

হ্য়াংঝাউ, 24 সেপ্টেম্বর:গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে 19তম এশিয়ান গেমস ৷ আইকনিক স্টেডিয়ামে সন্ধ্যায় জমকালো এই অনুষ্ঠানে ভারতের দলটির নেতৃত্বে ছিলেন অলিম্পিক পদক বিজয়ী লভলিনা বোরগোহাইন এবং হরমনপ্রীত সিং। তবে এর আগে অবশ্য কিছু খেলা শুরু হয়ে গিয়েছে ৷ এর মাঝে ভারতের মহিলা ক্রিকেট দল এশিয়াডের পদক নিশ্চিত করল ৷ মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত। রবিবার ভারত 8 উইকেটে হারায় বাংলাদেশকে। তাই ফাইনালে সোনা বা রুপো জয় নিশ্চিত ভারতের মেয়েদের।

এর পাশাপাশি রবিবার প্রথমার্ধেই একাধিক পদক এল ভারতের ঝুলিতে। বাংলার মেহুলির হাত ধরে শুটিংয়ে রুপো এসেছে, একটি ব্রোঞ্জ পদক এসেছে রোয়িংয়েও ৷ ভলিবলে চমক চলছে। আজ, রবিবার এশিয়ান গেমস ফুটবলে সুনীল ছেত্রীদের নকআউটে ওঠার লড়াই। এদিন ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু সেই সিদ্ধান্ত একেবারে বুমেরাং হয়।

প্রথমে ব্যাট করে বাংলাদেশের ইনিংস শেষ হয় মাত্র 51 রানে। ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেন না বাংলাদেশের ব্যাটাররা ৷ ভারতের বোলিং অ্যাটাকের সামনে একেবারে যেন তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। 17.5 ওভারে মাত্র 51 রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ মহিলা দল। সর্বোচ্চ স্কোর অধিনায়ক নিগার সুলতানার 12। দলের 5 জন ক্রিকেটার আউট হন শূন্য রানে। ভারতের সফলতম বোলার পূজা বস্ত্রকর 17 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। 1টি করে উইকেট পেয়েছেন তিতাস সাধু, আমনজ্যোৎ কৌর, রাজেশ্বরী গায়কোয়াড় এবং দেবীকা বৈদ্য।

জবাবে মাত্র 8.2 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় 52 রান তুলে নেয় ভারতীয় দল। তবে এ রানের টার্গেট যে ভারত খুবই সহজে চেজ করে ফেলবে তা জানাই ছিল। গতবছর কমনওয়েলথে রুপো জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়ান গেমসে সোনা জয় দেখার আশায় দেশবাসী।

আরও পড়ুন: জমকালো এশিয়ান গেমসের উদ্বোধন, শুভেচ্ছেবার্তা মোদির

ABOUT THE AUTHOR

...view details