হ্য়াংঝাউ, 24 সেপ্টেম্বর:গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে 19তম এশিয়ান গেমস ৷ আইকনিক স্টেডিয়ামে সন্ধ্যায় জমকালো এই অনুষ্ঠানে ভারতের দলটির নেতৃত্বে ছিলেন অলিম্পিক পদক বিজয়ী লভলিনা বোরগোহাইন এবং হরমনপ্রীত সিং। তবে এর আগে অবশ্য কিছু খেলা শুরু হয়ে গিয়েছে ৷ এর মাঝে ভারতের মহিলা ক্রিকেট দল এশিয়াডের পদক নিশ্চিত করল ৷ মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত। রবিবার ভারত 8 উইকেটে হারায় বাংলাদেশকে। তাই ফাইনালে সোনা বা রুপো জয় নিশ্চিত ভারতের মেয়েদের।
এর পাশাপাশি রবিবার প্রথমার্ধেই একাধিক পদক এল ভারতের ঝুলিতে। বাংলার মেহুলির হাত ধরে শুটিংয়ে রুপো এসেছে, একটি ব্রোঞ্জ পদক এসেছে রোয়িংয়েও ৷ ভলিবলে চমক চলছে। আজ, রবিবার এশিয়ান গেমস ফুটবলে সুনীল ছেত্রীদের নকআউটে ওঠার লড়াই। এদিন ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু সেই সিদ্ধান্ত একেবারে বুমেরাং হয়।