নয়াদিল্লি, 18 মে : শ্রীলঙ্কায় সীমিত ওভারের ক্রিকেট হওয়াটা খুবই জরুরি বলে জানালেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷ তিনি জানিয়েছেন, গত বছর করোনার কারণে শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ায় দ্বীপ রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে ৷ সেই ক্ষতি পূরণ করতেই এবারের এই সফর খুব জরুরি ৷
প্রসঙ্গত, গত বছর জুন মাসে করোনা সংক্রমণের কারণে শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে যায় ৷ এমন কি শীর্ষস্থানীয় দেশগুলির সফরও বাতিল করতে হয় ৷ আজ এক স্পোর্টস ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অরুণ ধুমাল বলেন, ‘‘আমরা গত বছর শ্রীলঙ্কা সফর বাতিল করতে বাধ্য হয়েছিলাম ৷ তাই আমরা সেটার উপর কাজ করতে চাই ৷ তার মধ্যে আমাদের দলের ইংল্যান্ড সফরে যাওয়াটা খুবই জরুরি ৷ তার মধ্যেও হোয়াইট বল ক্রিকেটের জন্য দল তৈর করতে হবে ৷ তাই আমরা চাইছি হোয়াইট বল ক্রিকেট খেলে শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য কিছু করতে ৷’’