আমেদাবাদ, 18 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথের পারদ ক্রমশ চড়ছে ৷ আর সেই সঙ্গে চড়ছে হোটেল ভাড়া ৷ আমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল দেখতে আসা সমর্থকদের তাই নাজেহাল অবস্থা ৷ দেশের বিভিন্ন শহর তো বটেই, বিদেশ থেকেও প্রচুর সমর্থক ভারতীয় দলকে সমর্থনের জন্য আগামিকাল নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ৷ কিন্তু, তাঁদের থাকার জন্য হোটেলের ভাড়া 20-30 গুণ বেড়ে গিয়েছে ৷
আজ সকালে আমেরিকার বিভিন্ন শহর থেকে 18 জনের একটি প্রবাসী ভারতীয়দের দল আমেদাবাদে পৌঁছেছে ৷ একটি ট্রাভেল এজেন্সির মারফত তাঁরা ভারতে এসেছেন ৷ আগামিকাল তাঁরা সকলে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন, ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য ৷ কিন্তু, হোটেল ভাড়া তাঁদের কাছে এই মুহূর্তে তুচ্ছ সমস্যা ৷ ভারতীয় দল তথা রোহিত শর্মাকে বিশ্বকাপ ট্রফি হাতে দেখাই তাঁদের আসল লক্ষ্য ৷
তেমনি এক প্রবাসী ভারতীয় ক্রিকেট সমর্থক ফ্লোরিডা থেকে এসেছেন পরিবারকে সঙ্গে নিয়ে ৷ তিনি বলেন, ‘‘ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ দেখতে আমরা আমেদাবাদ এসেছি ৷ ভারত এই বিশ্বকাপে প্রতিটি লিগ ম্যাচ জিতেছে এবং ভারত ফাইনালও জিতবে ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের কথা আমরা শুনেছি। প্রথমবার ওই স্টেডিয়ামে একটি ম্যাচ দেখতে যাচ্ছি, তাও বিশ্বকাপের ফাইনাল ৷ আমরা এই ম্যাচ নিয়ে খুব উত্তেজিত ৷’’