পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিতদের সমর্থনে আমেরিকা থেকে হাজির ভারতীয় সমর্থকরা, আকাশছোঁয়া হোটেল ভাড়া

Skyscraper Ahmedabad Hotel Rentals Ahead of ICC Cricket World Cup Final: বিশ্বকাপ ফাইনাল দেখতে সুদূর আমেরিকা থেকে আমেদাবাদে এসেছেন অসংখ্য ভারতীয় সমর্থক ৷ ভারতীয় দলই বিশ্বকাপ জিতবে, এই আত্মবিশ্বাস তাঁদের ৷ কিন্তু, বিশ্বকাপ ফাইনালের আগে আকাশাছোঁয়া আমেদাবাদের হোটেল ভাড়া ৷ কুড়ি থেকে তিরিশ গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে দেশের ও বিদেশের বিভিন্ন শহর থেকে আসা সমর্থকদের ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 3:40 PM IST

Updated : Nov 18, 2023, 4:27 PM IST

আমেরিকা থেকে ভারতকে সমর্থন করতে আমেদাবাদে প্রবাসী ভারতীয়রা

আমেদাবাদ, 18 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথের পারদ ক্রমশ চড়ছে ৷ আর সেই সঙ্গে চড়ছে হোটেল ভাড়া ৷ আমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল দেখতে আসা সমর্থকদের তাই নাজেহাল অবস্থা ৷ দেশের বিভিন্ন শহর তো বটেই, বিদেশ থেকেও প্রচুর সমর্থক ভারতীয় দলকে সমর্থনের জন্য আগামিকাল নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ৷ কিন্তু, তাঁদের থাকার জন্য হোটেলের ভাড়া 20-30 গুণ বেড়ে গিয়েছে ৷

আজ সকালে আমেরিকার বিভিন্ন শহর থেকে 18 জনের একটি প্রবাসী ভারতীয়দের দল আমেদাবাদে পৌঁছেছে ৷ একটি ট্রাভেল এজেন্সির মারফত তাঁরা ভারতে এসেছেন ৷ আগামিকাল তাঁরা সকলে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন, ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য ৷ কিন্তু, হোটেল ভাড়া তাঁদের কাছে এই মুহূর্তে তুচ্ছ সমস্যা ৷ ভারতীয় দল তথা রোহিত শর্মাকে বিশ্বকাপ ট্রফি হাতে দেখাই তাঁদের আসল লক্ষ্য ৷

তেমনি এক প্রবাসী ভারতীয় ক্রিকেট সমর্থক ফ্লোরিডা থেকে এসেছেন পরিবারকে সঙ্গে নিয়ে ৷ তিনি বলেন, ‘‘ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ দেখতে আমরা আমেদাবাদ এসেছি ৷ ভারত এই বিশ্বকাপে প্রতিটি লিগ ম্যাচ জিতেছে এবং ভারত ফাইনালও জিতবে ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের কথা আমরা শুনেছি। প্রথমবার ওই স্টেডিয়ামে একটি ম্যাচ দেখতে যাচ্ছি, তাও বিশ্বকাপের ফাইনাল ৷ আমরা এই ম্যাচ নিয়ে খুব উত্তেজিত ৷’’

জ্যোথই ভখতা ক্যালিফোর্নিয়া থেকে ভারতে এসেছেন ৷ তিনি বলেন, ‘‘আমি বিশেষ করে এই ম্যাচের জন্য ক্যালিফোর্নিয়া থেকে আমেদাবাদ এসেছি ৷ 19 নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভারত জিতবে এটা আমার বিশ্বাস ৷ আমি বিরাট কোহলিকে আরও একটি শতকের জন্য শুভকামনা জানাতে চাই ৷’’

বিদেশ থেকে আসা সমর্থকরা হোটেল ভাড়া নিয়ে ভাবছেন না ৷ কিন্তু, সমস্য়ায় পড়ছেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে ক্রিকেট ম্যাচ দেখতে আসা সমর্থকরা ৷ 2 হাজার টাকার হোটেলের ঘরের জন্য 50 হাজার টাকা চাওয়া হচ্ছে ৷ তবে, যাঁরা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে এসেছেন, তাঁদের কোনও সমস্যা হয়নি ৷ যা নিয়ে পীযূষ পারিখ বলেন, ‘‘আমেরিকা থেকে 18 জন এসেছেন ৷ তাঁদের বিশ্বকাপ স্টেডিয়ামে নিয়ে যাওয়া থেকে শুরু করে হোটেলে পৌঁছে দেওয়া, সব দায়িত্ব আমাদের ৷ ফাইনালের টিকিট বুক করার পরেই, আমরা হোটেল টিকিট বুক করিয়েছি ৷ একাধিক হোটেলে 2 হাজারের ঘর 50 বা তারও বেশি টাকা ভাড়া নেওয়া হচ্ছে ৷’’

আরও পড়ুন:

  1. বিরাট-রোহিত-শামিদের উপস্থিতিতে ভারতই বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার, মত ভিশি'র
  2. 'ষষ্ঠবার বিশ্বকাপ জিততে প্রস্তুত অজিরা,' আত্মবিশ্বাসী কামিন্স
  3. বিশ্বকাপের ফাইনালে মঞ্চ মাতাবে 'গোতিলো' তারকা আদিত্য, থাকছেন প্রীতমও
Last Updated : Nov 18, 2023, 4:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details