ইস্ট লন্ডন (দক্ষিণ আফ্রিকা), 24 জানুয়ারি: প্রথমে অধিনায়ক এবং সহ-অধিনায়কের তৃতীয় উইকেটে 115 রানের পার্টনারশিপ ৷ তারপর বোলারদের দাপুটে পারফরম্যান্স ৷ দু'য়ের মিশেলে ত্রিদেশীয় টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে 56 রানে হারাল হরমনপ্রীত করের ভারত (India Women Win Against West Indies Women) ৷ সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা 51 বলে 74 রানের অপরাজিত ইনিংস খেললেন ৷ সেই সঙ্গে অধিনায়ক হরমনপ্রীত কৌর 35 বলে 56 রান করে অপরাজিত থাকেন ৷ ম্যাচের সেরা হয়েছেন স্মৃতি ৷
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হরমনপ্রীত ৷ ভারতীয় মহিলা দল নির্ধারিত 20 ওভারে 2 উইকেটে 167 রান তোলে ৷ ভারতের ইনিংসের শুরুটা এদিন মন্থর ছিল ৷ উইকেটরক্ষক ব্যাটার যস্তিকা ভাটিয়া 23 বলে 18 রান করেন ৷ অন্যদিকে তিনে নামা হার্লিন দেওল 11 বলে 12 রান করে আউট হন ৷ উলটোদিকে স্মৃতিও তখন কিছুটা ধীরে চলো নীতি নেন ৷ কিন্তু, 4 নম্বরে অধিনায়ক হরমনপ্রীত কৌর নামতেই ভারতীয় ব্যাটিংয়ের ভোল বদলে যায় ৷ বিশেষত 10 ওভারের পর থেকে ৷
হরমনপ্রীত শুরু থেকেই ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেন ৷ ততক্ষণে স্মৃতি ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন ৷ তিনিও উলটোদিক থেকে আক্রমণে যান ৷ আর এই প্রতিআক্রমণেই ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের বোলারদের লাইন-লেন্থ বিগড়ে যায় ৷ ফুলটস ও ফুল লেন্থের বল একের পর এক বাউন্ডারিতে আছড়ে পড়ে ৷ স্মৃতি মন্ধানা 1টি ওভার-বাইন্ডারি ও 10টি বাইন্ডারির সাহায্যে 74 রান করেন ৷ আর অধিনায়ক হরমনপ্রীত 8টি বাউন্ডারির সাহায্যে 56 রান করেন ৷