পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND W vs WI W: ব্যাটে ঝড় স্মৃতি-হরমনপ্রীতের, ক্যারিবিয়ানদের 56 রানে হারাল 'উইমেন ইন ব্লু'

ত্রিপাক্ষিক সিরিজে (T20I Tri-Series) দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে হারাল ভারতের মেয়েরা (INDW vs WIW) ৷ স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌরের হাফ সেঞ্চুরিতে ভর করে বড় রান তোলে ভারত ৷ বল হাতে ইকনমিকাল বোলিং করলেন দীপ্তি-রাজেশ্বরীরা ৷

T20I Tri-Series INDW vs WIW ETV BHARAT
T20I Tri-Series INDW vs WIW

By

Published : Jan 24, 2023, 11:40 AM IST

ইস্ট লন্ডন (দক্ষিণ আফ্রিকা), 24 জানুয়ারি: প্রথমে অধিনায়ক এবং সহ-অধিনায়কের তৃতীয় উইকেটে 115 রানের পার্টনারশিপ ৷ তারপর বোলারদের দাপুটে পারফরম্যান্স ৷ দু'য়ের মিশেলে ত্রিদেশীয় টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে 56 রানে হারাল হরমনপ্রীত করের ভারত (India Women Win Against West Indies Women) ৷ সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা 51 বলে 74 রানের অপরাজিত ইনিংস খেললেন ৷ সেই সঙ্গে অধিনায়ক হরমনপ্রীত কৌর 35 বলে 56 রান করে অপরাজিত থাকেন ৷ ম্যাচের সেরা হয়েছেন স্মৃতি ৷

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হরমনপ্রীত ৷ ভারতীয় মহিলা দল নির্ধারিত 20 ওভারে 2 উইকেটে 167 রান তোলে ৷ ভারতের ইনিংসের শুরুটা এদিন মন্থর ছিল ৷ উইকেটরক্ষক ব্যাটার যস্তিকা ভাটিয়া 23 বলে 18 রান করেন ৷ অন্যদিকে তিনে নামা হার্লিন দেওল 11 বলে 12 রান করে আউট হন ৷ উলটোদিকে স্মৃতিও তখন কিছুটা ধীরে চলো নীতি নেন ৷ কিন্তু, 4 নম্বরে অধিনায়ক হরমনপ্রীত কৌর নামতেই ভারতীয় ব্যাটিংয়ের ভোল বদলে যায় ৷ বিশেষত 10 ওভারের পর থেকে ৷

হরমনপ্রীত শুরু থেকেই ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেন ৷ ততক্ষণে স্মৃতি ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন ৷ তিনিও উলটোদিক থেকে আক্রমণে যান ৷ আর এই প্রতিআক্রমণেই ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের বোলারদের লাইন-লেন্থ বিগড়ে যায় ৷ ফুলটস ও ফুল লেন্থের বল একের পর এক বাউন্ডারিতে আছড়ে পড়ে ৷ স্মৃতি মন্ধানা 1টি ওভার-বাইন্ডারি ও 10টি বাইন্ডারির সাহায্যে 74 রান করেন ৷ আর অধিনায়ক হরমনপ্রীত 8টি বাউন্ডারির সাহায্যে 56 রান করেন ৷

168 রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল শুরু থেকেই চাপে পড়ে যান ৷ ইনিংসের দ্বিতীয় ওভারেই দীপ্তি শর্মার বলে লেগ বিফোর হন ব্রিটনি কুপার ৷ 25 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ৷ সারা ক্যাম্পবেল ইনিংস সামলানোর চেষ্টা করলেও, তাঁকে বড় শট খুব একটা মারতে দেননি ভারতীয় বোলাররা ৷ সারা ক্যাম্পবেল 57 বলে 47 রান করে রাধা যাদবের শিকার হন ৷ ক্যারিবিয়ান হায়লি ম্যাথিউজ 29 বলে 34 রান করলেও, তা 168 রান তাড়া করতে নেমে যথেষ্ঠ ছিল না ৷

আরও পড়ুন:আইসিসি’র বর্ষসেরা টি-20 একাদশে ভারতের তিন

ভারতীয় বোলারদের মধ্যে ডানহাতি অফস্পিনার দীপ্তি শর্মা 2 উইকেট নিয়েছেন ৷ একটি করে উইকেট নিয়েছেন রাজেশ্বরী গায়কোয়াড় এবং রাধা যাদব ৷ ওয়েস্ট ইন্ডিজ 20 ওভারে 4 উইকেটে 111 রানে থেমে যায় ৷ 56 রানে এই জয়ের ফলে ত্রিপাক্ষিক সিরিজের পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে ভারতীয় মহিলা দল ৷ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 27 রানে হারিয়েছিল ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details