হ্যাংঝাউ, 6 অক্টোবর: এশিয়াডে ক্রিকেটের ফাইনালে উঠল পুরুষদের দল ৷ প্রতিপক্ষ বাংলাদেশকে সহজেই পরাস্ত করল তারা ৷ তার মানে এশিয়াডে সোনা অথবা রূপোর পদক নিশ্চিত হল ৷ অন্যদিকে, শুক্রবার ব্রোঞ্জ জিতেছে ভারতের রিকার্ভের মহিলা দল ৷ অঙ্কিতা ভাট, ভজন কৌর এবং সিমরনজিত কৌর তাঁদের ভিয়েতনামে প্রতিপক্ষকে পরাজিত করেছেন ৷
আজ বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে ঋতুরাজ গাইকোয়াড় প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ৷ আর তাতেই বাজিমাত করেছেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের বোলাররা ৷ বাংলাদেশকে রুখতে আজ ভারতের বোলিংই যথেষ্ট ছিল ৷ ব্যাট করতে নেমেও ভারতের খুব একটা সমস্যা হয়নি ৷ 9.2 ওভারে ঝড় তুলে ফাইনালে পৌঁছে গিয়েছে দেশের পুরুষদের ক্রিকেট দল ৷
আরেকদিকে রিকার্ভে ভারতের 13 বছরের খরা কাটল আজ ৷ অঙ্কিতা ভাট, সিমরনজিৎ কৌর, ভজন কৌর ভিয়েতনামকে হারিয়ে তিরন্দাজির রিকার্ভ বিভাগে ব্রোঞ্জ হাসিল করল ৷ এর আগে 2010 সালে গুয়াংঝৌতে এশিয়ান গেমসে রিকার্ভ বিভাগে প্রথম পদক জিতেছিল ভারত ৷ তারপর এই 2023 সাল ৷