পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: ক্রিকেটের ফাইনালে ভারত, তিরন্দাজিতে ব্রোঞ্জ পেল মেয়েরা - Asian Games

এশিয়ান গেমসে শুক্রবার সকালে ভারতের পুরুষ ক্রিকেট দল ফাইনালে উঠল ৷ পাশাপাশি, রিকার্ভে মেয়েদের দল ব্রোঞ্জ জিতেছে ৷

ETV Bharat
এশিয়াডের ক্রিকেটে ফাইনালে ভারত

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 10:45 AM IST

Updated : Oct 6, 2023, 3:25 PM IST

হ্যাংঝাউ, 6 অক্টোবর: এশিয়াডে ক্রিকেটের ফাইনালে উঠল পুরুষদের দল ৷ প্রতিপক্ষ বাংলাদেশকে সহজেই পরাস্ত করল তারা ৷ তার মানে এশিয়াডে সোনা অথবা রূপোর পদক নিশ্চিত হল ৷ অন্যদিকে, শুক্রবার ব্রোঞ্জ জিতেছে ভারতের রিকার্ভের মহিলা দল ৷ অঙ্কিতা ভাট, ভজন কৌর এবং সিমরনজিত কৌর তাঁদের ভিয়েতনামে প্রতিপক্ষকে পরাজিত করেছেন ৷

আজ বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে ঋতুরাজ গাইকোয়াড় প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ৷ আর তাতেই বাজিমাত করেছেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের বোলাররা ৷ বাংলাদেশকে রুখতে আজ ভারতের বোলিংই যথেষ্ট ছিল ৷ ব্যাট করতে নেমেও ভারতের খুব একটা সমস্যা হয়নি ৷ 9.2 ওভারে ঝড় তুলে ফাইনালে পৌঁছে গিয়েছে দেশের পুরুষদের ক্রিকেট দল ৷

আরেকদিকে রিকার্ভে ভারতের 13 বছরের খরা কাটল আজ ৷ অঙ্কিতা ভাট, সিমরনজিৎ কৌর, ভজন কৌর ভিয়েতনামকে হারিয়ে তিরন্দাজির রিকার্ভ বিভাগে ব্রোঞ্জ হাসিল করল ৷ এর আগে 2010 সালে গুয়াংঝৌতে এশিয়ান গেমসে রিকার্ভ বিভাগে প্রথম পদক জিতেছিল ভারত ৷ তারপর এই 2023 সাল ৷

এ নিয়ে তিরন্দাজিতে ভারতের ঝুলিতে মোট 7টি পদক এল ৷ ইতিমধ্যে কমপাউন্ড, মিক্সড, মহিলা এবং পুরুষদের বিভাগে তিনটি সোনার মেডেল ছিনিয়ে নিয়েছ ভারত ৷ মহিলাদের কম্পাউন্ড ইনডিভিজুয়াল ফাইনালে পৌঁছেছে জ্যোতি সুরেখা ৷ তিনি অন্ততপক্ষে রূপো জয় নিশ্চিত করেছেন ৷

মহিলাদের কবাডিতে ভারতের জন্য সুখবর ৷ নেপালকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে মেয়েদের কবাডি দল ৷ তাই সোনা না-পেলেও রূপো আনছে মেয়েদের কবাডি টিম ৷ কবাডি, তিরন্দাজি, ক্রিকেটে ভারত দুর্দান্ত ফল করলেও সেমিফাইনালে হারলেন কুস্তিগির বজরং পুনিয়া ৷ পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল ইভেন্টে ইরানের রহমান পরাজিত করলেন পুনিয়াকে ৷ ইরানের আমৌজাদখালিলি রহমান এশিয়ার চ্য়াম্পিয়ন ৷ আজ দুপুর আড়াইটের সময় বজরং পুনিয়ার পরবর্তী ম্যাচ ৷ এই ম্যাচে জিতলে তিনি ব্রোঞ্জ পাবেন ৷

আরও পড়ুন: ফের সোনা হাতছাড়া সৌরভের, পঞ্চমবারের জন্য স্বপ্নভঙ্গ বঙ্গতনয়ের

Last Updated : Oct 6, 2023, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details