কলম্বো, 19 জুলাই : দলে অধিকাংশই তরুণ মুখ ৷ বেশিরভাগ সিনিয়রদের অনুপস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছিলেন ইশান কিষাণ, ক্রুণাল পাণ্ডিয়ারা ৷ সুযোগ পুরোমাত্রায় কাজে লাগিয়েছেন তাঁরা ৷ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে এবং শিখর ধাওয়ানের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দিয়েছে ভারত ৷ নয়া কোচ-ক্যাপ্টেন জুটি প্রথম ম্যাচে সফল ৷ মঙ্গলবার সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ ৷ এক ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ় গুটিয়ে ফেলতে চাইছেন ধাওয়ানরা ৷
বলতে গেলে অর্জুন রণতুঙ্গাকে মুখের উপর জবাব দিয়েছে দেশের তরুণ ব্রিগেড ৷ সিরিজ় শুরু আগেই ভারত দ্বিতীয় সারির দল পাঠিয়ে শ্রীলঙ্কাকে অপমান করেছে বলে কাঁদুনি গাইতে শুরু করেছিলেন এই প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ৷ পূর্ণ শক্তির এই ভারতীয় দল যে কোনও 'বি' টিম নয় তা প্রথম ম্যাচেই বুঝে গিয়েছে শ্রীলঙ্কা ৷ ম্যাচের পর বীরেন্দ্র সেহওয়াগ এই নিয়ে রণতুঙ্গাকে খোঁচা দিয়েছেন ৷
সীমিত ওভারে নিজেকে সেভাবে খুঁজে পাচ্ছিলেন না ৷ তার উপর ঘাড়ে নেতৃত্বের বাড়তি বোঝা এসে পড়েছে ৷ কিন্তু প্রথম ওয়ান ডে ম্যাচেই দুরন্ত ফর্মে দেখা গিয়েছে শিখরকে ৷ সুনেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ৷ একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে ৷ লঙ্কানদের রান আর একটু বেশি হলে গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শতরানটা করেই ফেলতেন গব্বর ৷