মুম্বই, 15 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ চলতি টুর্নামেন্টের অপরাজেয় ভারত ৷ আর উলটোদিকে লিগে শেষ মুহূর্তে সেমিফাইনালে প্রবেশ করা নিউজিল্যান্ড ৷ ভারতের মাটি বিশ্বকাপের ম্যাচে টসের গুরুত্ব অপরিসীম ৷ ওয়াংখেড়েতে তাই টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ স্টেডিয়ামে একসঙ্গে উপস্থিত ক্রিকেট ও ফুটবলের দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং ডেভিড বেকহ্যাম ৷
লক্ষ্য একটাই প্রথম ইনিংসে স্কোরবোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া ৷ কিউয়ি শিবিরে, উইলিয়ামসনের মতো মহারথী এবং তরুণ রাচিন রবীন্দ্রের মতো প্রতিভা থাকলেও, নক-আউটে বড় রান তাড়া করতে হলে, তার চাপ মারাত্মক ৷ এই ওয়াংখেড়ের মাঠেই 12 বছর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি তুলেছিল ৷ 12 বছর পর ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়ের দিকে আরও একধাপ এগনোর সুযোগ ৷
তবে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ভারতের ইতিহাস ইতিবাচক নয় ৷ 36 বছর আগে অর্থাৎ, 1987 বিশ্বকাপে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে হারতে হয়েছিল ভারতকে ৷ কপিল দেবের নেতৃত্বাধীন ভারতের ব্যাটিং-অর্ডার সেই ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ৷ গ্রাহাম গুচের 115 রান ও অধিনায়ক মাইক গেটিংয়ের 56 রানের সুবাদে ব্রিটিশরা 50 ওভারে 6 উইকেট হারিয়ে 254 রান তুলেছিল ৷