ক্রাইস্টচার্চ, 30 নভেম্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচও বৃষ্টির কারণে ভেস্তে গেল ৷ আর সেই সঙ্গে ভারত 1-0 তে সিরিজ হারল ৷ এ দিন ভারতীয় টপঅর্ডারের ব্যর্থতায় মাত্র 219 রানে শেষে ভারতের ইনিংস (India vs New Zealand) ৷ পুরো 50 ওভারও ব্যাটিং করতে পারল না শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল ৷ শুরুতে শ্রেয়স আইয়ার (49) এবং লোয়ার অর্ডারে ওয়াশিংটন সুন্দর (51)-এর ব্যাটে ভর করে দু’শো রানের গণ্ডি পেরোয় মেন ইন ব্লু ৷ এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ নিউজিল্যান্ডের হয়ে 3টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে এবং ডারেল মিচেল ৷
এদিন ক্রাইস্টচার্চের উইকেটে ইনিংসের শুরুতেই ধীর গতিতে রান তোলেন অধিনায়ক শিখর ধাওয়ান (28) এবং শুভমান গিল (13) ৷ মাত্র 55 রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ এর পর শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ ভারতের ইনিংসের হাল ধরেন ৷ শ্রেয়স (Shreyas Iyer) কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও, ঋষভ পন্থ এদিন ফের ব্যর্থ হয়েছেন ৷ 16 বলে মাত্র 10 লরান করে ডারেল মিচেলের শিকার হন তিনি ৷ 4 নম্বরে নামা সূর্যকুমার যাদবও এদিন রান পাননি ৷ মাত্র 6 রানে আউট হন স্কাই ৷ দীপক হুডাও মাত্র 12 রান করেন ৷