পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs NZ 3rd ODI: বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় ম্যাচ, কিউয়িদের বিরুদ্ধে 1-0 সিরিজ হার ভারতের - শিখর ধাওয়ান

ক্রাইস্টচার্চে মাত্র 219 রানে অল আউট ভারত (India vs New Zealand) ৷ তৃতীয় একদিনের ম্যাচে টস জিতে এদিনও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন ৷ ঘরের মাঠে তিন ম্যাচে ওয়ান ডে সিরিজে কিউয়িরা 1-0 এগিয়ে রয়েছে ৷

India vs New Zealand 3rd ODI First Innings
India vs New Zealand 3rd ODI First Innings

By

Published : Nov 30, 2022, 11:42 AM IST

Updated : Nov 30, 2022, 8:35 PM IST

ক্রাইস্টচার্চ, 30 নভেম্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচও বৃষ্টির কারণে ভেস্তে গেল ৷ আর সেই সঙ্গে ভারত 1-0 তে সিরিজ হারল ৷ এ দিন ভারতীয় টপঅর্ডারের ব্যর্থতায় মাত্র 219 রানে শেষে ভারতের ইনিংস (India vs New Zealand) ৷ পুরো 50 ওভারও ব্যাটিং করতে পারল না শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল ৷ শুরুতে শ্রেয়স আইয়ার (49) এবং লোয়ার অর্ডারে ওয়াশিংটন সুন্দর (51)-এর ব্যাটে ভর করে দু’শো রানের গণ্ডি পেরোয় মেন ইন ব্লু ৷ এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ নিউজিল্যান্ডের হয়ে 3টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে এবং ডারেল মিচেল ৷

এদিন ক্রাইস্টচার্চের উইকেটে ইনিংসের শুরুতেই ধীর গতিতে রান তোলেন অধিনায়ক শিখর ধাওয়ান (28) এবং শুভমান গিল (13) ৷ মাত্র 55 রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ এর পর শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ ভারতের ইনিংসের হাল ধরেন ৷ শ্রেয়স (Shreyas Iyer) কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও, ঋষভ পন্থ এদিন ফের ব্যর্থ হয়েছেন ৷ 16 বলে মাত্র 10 লরান করে ডারেল মিচেলের শিকার হন তিনি ৷ 4 নম্বরে নামা সূর্যকুমার যাদবও এদিন রান পাননি ৷ মাত্র 6 রানে আউট হন স্কাই ৷ দীপক হুডাও মাত্র 12 রান করেন ৷

আরও পড়ুন:গলা ফাটাচ্ছেন মেসির জন্য, ঝুলনের পছন্দ আর্জেন্তিনা

একটা সময়ে 149 রানে ভারতের 6 উইকেট পড়ে যায় ৷ সেখান থেকে ভারতের ইনিংসের হাল ধরেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ৷ তিনি 64 বলে লড়াকু 51 রানের ইনিংস খেলেন ৷ তবে, লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে বেশি দূর যেতে পারেননি সুন্দর ৷ 47.3 ওভারে মাত্র 219 রানে অল আউট হয়ে যায় ভারত ৷ নিউজিল্যান্ডের হয়ে 3টি করে উইকেট পেয়েছেন অ্যাডাম মিলনে এবং ডারেল মিচেল ৷ 2টি উইকেট নেন টিম সাউদি ৷ 1টি করে উইকেট নিয়েছে লকি ফার্গুসন এবং মিচেল স্যান্টনার ৷

Last Updated : Nov 30, 2022, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details