আমেদাবাদ, 11 মার্চ: আমেদাবাদে তৃতীয় দিনে ভারতীয় ব্যাটারদের দাপট ৷ শুভমন গিল এবং চেতেশ্বর পূজারার ইনিংসে ভর করে ম্যাচে ফিরছে ভারত ৷ তৃতীয় দিনের সকালে রোহিত এবং শুভমন গতকালের 36 রানের স্কোর থেকে ইনিংস শুরু করেন ৷ দলের 74 রানের মাথায় রোহিত ব্যক্তিগত 58 বলে 35 রান করে আউট হল ৷ কিন্তু, তারপর শুভমন গিল এবং চেতেশ্বর পূজারা ভারতের ইনিংসের হাল ধরেন ৷ এই মুহূর্তে দু’জনে মিলে ভারতের ইনিংস দেড়শো পার করিয়েছেন (India vs Australia 4th Test) ৷ মধ্যাহ্নভোজের আগে এদিন ভারতের স্কোর ছিল 1 উইকেটে 129 রান ৷
মধ্যাহ্নভোজের পর শুভমন এবং পূজারা স্টেডি ইনিংস খেলা শুরু করেছেন ৷ দ্বিতীয় উইকেটে সেঞ্চুরি পার্টনারশিপের দিকে এগোচ্ছেন তাঁরা ৷ এ দিন শুরু থেকেই অজি বোলারদের উপর আক্রমণে যান শুভমন ৷ তিনি দ্রুত নিজের হাফ-সেঞ্চুরি করেন ৷ উলটো দিকে অধিনায়ক রোহিত শর্মা উইকেটে দাঁড়িয়ে খেলছিলেন ৷ পরে তাঁর চোখ উইকেটে জমে যেতে দু’দিক থেকেই আক্রমণ শুরু হয় ৷ তবে, বাঁ-হাতি ম্যাথিউ কুহনেমনের বলে শর্ট এক্সট্রা কভারে মার্নস লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত ৷