পশ্চিমবঙ্গ

west bengal

IND vs AUS 4th Test Day 3: তৃতীয় দিনে ম্যাচে ফিরছে ভারত, ব্যাটে ভরসা দিচ্ছেন শুভমন-পূজারা

By

Published : Mar 11, 2023, 1:58 PM IST

চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ভারতীয় ব্যাটারদের দাপট (IND vs AUS 4th Test Day 3) ৷ প্রথম সেশন অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারালেও রান তোলার গতি স্বাভাবিক রেখেছে শুভমন গিল এবং চেতেশ্বর পূজারার জুটি ৷

IND vs AUS 4th Test Day 3 ETV BHARAT
IND vs AUS 4th Test Day 3

আমেদাবাদ, 11 মার্চ: আমেদাবাদে তৃতীয় দিনে ভারতীয় ব্যাটারদের দাপট ৷ শুভমন গিল এবং চেতেশ্বর পূজারার ইনিংসে ভর করে ম্যাচে ফিরছে ভারত ৷ তৃতীয় দিনের সকালে রোহিত এবং শুভমন গতকালের 36 রানের স্কোর থেকে ইনিংস শুরু করেন ৷ দলের 74 রানের মাথায় রোহিত ব্যক্তিগত 58 বলে 35 রান করে আউট হল ৷ কিন্তু, তারপর শুভমন গিল এবং চেতেশ্বর পূজারা ভারতের ইনিংসের হাল ধরেন ৷ এই মুহূর্তে দু’জনে মিলে ভারতের ইনিংস দেড়শো পার করিয়েছেন (India vs Australia 4th Test) ৷ মধ্যাহ্নভোজের আগে এদিন ভারতের স্কোর ছিল 1 উইকেটে 129 রান ৷

মধ্যাহ্নভোজের পর শুভমন এবং পূজারা স্টেডি ইনিংস খেলা শুরু করেছেন ৷ দ্বিতীয় উইকেটে সেঞ্চুরি পার্টনারশিপের দিকে এগোচ্ছেন তাঁরা ৷ এ দিন শুরু থেকেই অজি বোলারদের উপর আক্রমণে যান শুভমন ৷ তিনি দ্রুত নিজের হাফ-সেঞ্চুরি করেন ৷ উলটো দিকে অধিনায়ক রোহিত শর্মা উইকেটে দাঁড়িয়ে খেলছিলেন ৷ পরে তাঁর চোখ উইকেটে জমে যেতে দু’দিক থেকেই আক্রমণ শুরু হয় ৷ তবে, বাঁ-হাতি ম্যাথিউ কুহনেমনের বলে শর্ট এক্সট্রা কভারে মার্নস লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত ৷

তবে, তৃতীয় দিনের সকাল থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ ভাঙতে শুরু করেছে ৷ আজ সকালে নাথন লায়ন এবং টড মরফিকে বল উইকেট থেকে টার্ন করাতে দেখা গিয়েছে ৷ ফলে ভারতকে এই ম্যাচ জিততে হলে, যত দ্রুত সম্ভব উইকেট না হারিয়ে রান তুলতে হবে ৷ সেই সঙ্গে প্রথম ইনিংসে লিড পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ৷ তা না হলে, চতুর্থ ইনিংসে বড় রান তাড়া করতে হলে ফের সমস্যায় পড়তে হবে ভারতকে ৷ তবে, শুভমন এবং পূজারার ইনিংস এই মুহূর্তে ভারতকে ভরসা জোগাচ্ছে ৷

আরও পড়ুন:লায়নকে তুলে ছুঁলেন লায়নকেই, দুরন্ত স্পেলে কুম্বলেকেও টপকে গেলেন অশ্বিন

ম্যাচ যত গড়াবে, আমেদাবাদের পিচ তত ভাঙবে ৷ ফলে ভারতীয় দল চাইবে চতুর্থদিনেও অনেকটা সময় ব্যাট করে বড় রানের লিড নিতে ৷ সেক্ষেত্রে প্রথম ইনিংসে লিড থাকলে অস্ট্রেলিয়াকে অল্প রানের মধ্যে আটকে দেওয়ার দায়িত্ব বর্তাবে অশ্বিন-জাদেজা-অক্ষরদের উপর ৷ এখন দেখার ভারতের পরিকল্পনা অনুযায়ী ম্যাচ কতটা পরিচালনা করতে পারবেন গিল-পূজারা-কোহলিরা ৷

ABOUT THE AUTHOR

...view details