নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: দিনের প্রথম দু'টি সেশনে ন্যাথন লায়নের ঘূর্ণিতে সাত উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া ৷ 'সিংহ গর্জনে' তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের টপ এবং মিডল অর্ডার ৷ শততম টেস্টে শূন্য রানে আউট হন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara Gets Out on Zero in 100th Test) ৷ মধ্যাহ্নভোজের পর কোহলি এবং জাদেজা সাময়িক প্রতিরোধ গড়লেও, তা কাজে আসেনি ৷ চা-বিরতিতে 7 উইকেট হারিয়ে তোলে 179 রান ৷ কিন্তু চা-বিরতি পরবর্তীতে অক্ষর প্যাটেল-রবি অশ্বিন জুটিতে কোটলায় (পরিবর্তিত নাম অরুণ জেটলি স্টেডিয়াম) পালটা লড়াই ছুড়ে দেয় ভারত ৷ তবে প্রতিপক্ষের চেয়ে এক রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে গুটিয়ে গেল ভারত ৷ অস্ট্রেলিয়ার 263 রানের জবাবে প্রথম ইনিংসে ভারত শেষ 262 রানে ৷
অক্ষর করেন 74 রান, অশ্বিনের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ 37 ৷ তবে নতুন বল নিতেই মাত্র 9 রানে শেষ তিন উইকেট হারায় ভারত ৷ দ্বিতীয় টেস্টের (India vs Australia 2nd Test) দ্বিতীয় দিনের সকালে শুরুটা ভালোই করেছিলেন রোহিত শর্মা এবং কেএল রাহুল ৷ কিন্তু, ন্যাথন লায়ন এদিন তাঁর প্রথম ওভারেই সহ-অধিনায়ক কেএল রাহুলকে এলবিডব্লিউ করেন ৷ রাহুল 41 বলে 17 রান করে ফিরে যেতেই ধস নামে ভারতের ইনিংসে ৷ 1 ওভার পরেই রোহিত শর্মা (69 বলে 32 রান) বোল্ড হন লায়ন বলে ৷ কিন্তু, সবার নজর ছিল 100 তম টেস্ট খেলা চেতেশ্বর পূজারার দিকে ৷ শততম টেস্টে রানের খাতাই খুলতে ব্যর্থ হলেন তিনি ৷ লায়নের বলে তিনিও এলবিডব্লিউ হন ৷