তিরুঅনন্তপুরম, 26 নভেম্বর: রুদ্ধশ্বাস জয়ে সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর তিরুঅনন্তপুরমেও ব্যাট হাতে ঝড় ভারতীয় ব্যাটারদের ৷ দ্বিতীয় ম্যাচে টস জিতে অজি অধিনায়ক ম্যাথু ওয়েড ভারতকে প্রথমে ব্য়াট করতে পাঠালে তার পুরোপুরি ফায়দা নেন ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়ালরা ৷ তিন ব্যাটারের হাফসেঞ্চুরির সৌজন্যে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 235 রান তুলল 'মেন ইন ব্লু' ৷
অজি পেসার ন্যাথান এলিস, শেন অ্যাবটদের বিরুদ্ধে এদিন নির্মম ছিল ভারতের টপ-অর্ডার ব্যাটিং ৷ হাফসেঞ্চুরি এল দুই ওপেনার যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে ৷ ঝোড়ো ব্যাটিং করলেন তিন নম্বরে ব্যাট করতে নামা ঈশান কিষাণও ৷ 3টি চার, 4টি ছয়ে 32 বলে 52 রান এল তাঁর ব্যাটে ৷ বিপক্ষ বোলারদের প্রতি এদিন আরও নির্দয় ছিলেন যশস্বী ৷ 9টি চার, 2টি ছয়ে মাত্র 25 বলে 52 রান করলেন তিনি ৷
চারে নেমে অধিনায়ক সূর্যকুমার যাদব 10 বলে 19 করে ফিরলেও দলের রানদিকে শেষদিকে আড়াইশোর কাছাকাছি নিয়ে যান রিঙ্কু সিং ৷ গত ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকানো নাইট ব্যাটার খেলেন 9 বলে 31 রানের বিধ্বংসী ক্যামিও ৷ তাঁর ইনিংসে ছিল 4টি চার, 2টি ছয় ৷ অজি বোলারদের মধ্যে তিন ওভারে সর্বাধিক 56 রান দেব অ্যাবট ৷
এর আগে এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক ওয়েড ৷ সিরিজে সমতা ফেরাতে মরিয়ে অজিরা এদিন একাদশে জোড়া পরিবর্তনও এনেছে ৷ একাদশে ফেরেন সদ্য বিশ্বজয়ী দলের দুই সদস্য অ্যাডাম জাম্পা এবং গ্লেন ম্যাক্সওয়েল ৷ অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই এদিন মাঠে নেমেছে ভারত ৷
আরও পড়ুন:
- জল্পনা মিথ্যে করে গুজরাতেই রয়ে গেলেন 'ক্যাপ্টেন' হার্দিক, শাকিব-লিটনদের ছেড়ে দিল নাইটরা
- বল হাতে ভারতীয় দলের ত্রাতা শামি এবার প্রাণরক্ষক
- শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক রিঙ্কু, রুদ্ধশ্বাস জয়ে অজিদের বিরুদ্ধে টি-20 সিরিজে এগোল ভারত