পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গাভাসকর নিজের মত পোষণ করেছেন, আমাদের কিছু করার নেই : পেইন - গাভাস্কর

সানি গাভাসকরের এই মন্তব্য়ের প্রেক্ষিতে টিম পেইন বলেন, "আমি এইসবের মধ্য়ে জড়াতে চাই না । সুনীল গাভাসকরের সঙ্গে এ নিয়ে তর্ক করলে, মনে হয় না আমি জিততে পারব । তিনি তাঁর মতামত জানিয়েছেন । এটার কোনও প্রভাব আমাদের উপর পড়বে না । এমনকী টেস্ট ম্য়াচের সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই । সানি যা খুশি তাই বলতে পারেন, তবে, শেষ পর্যন্ত আমাদের কিছু করার নেই ।"

watch-ind-vs-aus-gavaskar-entitled-to-his-opinion-doesnt-affect-us-one-bit-says-paine
গাভাস্কর তাঁর মত পোষণ করেছে, এতে আমাদের কিছু করার নেই : টিম পেইন

By

Published : Jan 14, 2021, 6:05 PM IST

ব্রিসবেন, 14 জানুয়ারি : সুনীল গাভাসকরের মন্তব্য় অস্ট্রেলিয়া দলের উপর কোনও প্রভাব ফেলবে না । ব্রিসবেন টেস্টের আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনই জানালেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। প্রসঙ্গত, সিডনিতে তৃতীয় টেস্ট ড্র করার পর টিম পেইনের অধিনায়কত্বের সমালোচনা করেন সুনীল গাভাসকর । তিনি বলেছিলেন, টেস্ট অধিনায়ক হিসেবে টিম পেইনের আর কয়েকটা দিন বাকি আছে ।

সানি গাভাসকরের এই মন্তব্য়ের প্রেক্ষিতে টিম পেইন বলেন, "আমি এইসবের মধ্য়ে জড়াতে চাই না । সুনীল গাভাসকরের সঙ্গে এ নিয়ে তর্ক করলে, মনে হয় না আমি জিততে পারব । তিনি তাঁর মতামত জানিয়েছেন । এটার কোনও প্রভাব আমাদের উপর পড়বে না । এমনকী টেস্ট ম্য়াচের সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই । সানি যা খুশি তাই বলতে পারেন, তবে, শেষ পর্যন্ত আমাদের কিছু করার নেই ।" বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে একথা বলেন টিম পেইন ।

আরএও পড়ুন : অশ্বিনকে স্লেজিং করায় ক্ষমা চাইলেন অজি অধিনায়ক

প্রসঙ্গত, সিডনি টেস্টের পঞ্চম দিনে উইকেটের পিছন থেকে অশ্বিনকে স্লেজ়িং করায় সমালোচিত হন অজ়ি অধিনায়ক । যারপর সাংবাদিক বৈঠকে এসে নিজের আচরণের জন্য় ক্ষমা চাইতে দেখা যায় পেইনকে । এমনকী আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোয় এবং রিভিউ সিসটেম নিয়ে অভিযোগ জানানোয় টিম পেইনকে জরিমানা করা হয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details