পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

26 ডিসেম্বর সীমিত সংখ্য়ক দর্শক নিয়ে মেলবোর্নে শুরু বক্সিং ডে টেস্ট

এই মুহূর্তে মেলবোর্নে কোরোনা সংক্রমণের হার একেবারেই কমে গিয়েছে ৷ ফলে ডিসেম্বর মাস আসত আসতে তা আরও ভালো জায়গায় যাবে ৷ ফলে নির্দিষ্ট গাইডলাইন জারি করে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷

very-confident-of-having-crowd-during-india-australia-boxing-day-test-at-mcg
26 ডিসেম্বর সিমিত সংখ্য়ক দর্শক নিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট

By

Published : Oct 27, 2020, 7:50 PM IST

মেলবোর্ন, 27 অক্টোবর : 26 ডিসেম্বর মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট ম্য়াচের আয়োজন হয়েছে ৷ সেই ম্য়াচে দর্শকদের জন্য় স্টেডিয়ামে কিছু আসন বরাদ্দ রাখা হবে বলে জানানো হয়েছে । অস্ট্রেলিয়া সরকারের তরফে বলা হয়েছে, বক্সিং ডে টেস্ট দেখতে দর্শকরা মাঠে আসবেন বলে তাঁরা বিশ্বাস করেন ৷ এ নিয়ে তাঁরা খুবই আত্মবিশ্বাসী ৷

কোরোনা সংক্রমণের পর প্রথমবার 27 নভেম্বর থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ভারত ৷ তার আগে অস্ট্রেলিয়া সরকারের তরফে বলা হয়েছে, মেলবোর্নে খুব শীঘ্রই দর্শকদের প্রবেশে অনুমতি দেওয়া হবে ৷ কারণ এই মুহূর্তে মেলবোর্নে কোরোনা সংক্রমণের হার একেবারেই কমে গিয়েছে ৷ ফলে ডিসেম্বর আসতে আসতেে তা আরও ভালো জায়গায় যাবে ৷ ফলে নির্দিষ্ট গাইডলাইন জারি করে ক্রিকেটের আনন্দ উপভোগ করতে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ তবে সেক্ষেত্রে সামাজিক দূরত্ববিধি এবং কোরোনা সংক্রান্ত সব নিয়ম মেনে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দর্শকরা ৷ সরকারের তরফে বলা হয়েছে, বক্সিং ডে টেস্ট অন্য়ান্য় ম্য়াচের থেকে একেবারেই আলাদা ৷ তাই সেখানে দর্শকদের নিয়ে আসতে চাইছে অস্ট্রেলিয়া সরকার ৷ তবে সেই দর্শক সংখ্য়াটা কত হবে তা সঠিক জানা নেই ৷

সিডনি এবং ক্য়ানবেরাতেই সম্ভবত বায়ো বাবল জ়োন তৈরি করে সীমিত ওভারের ক্রিকেটের আয়োজন করা হবে ৷ অন্য়দিকে টেস্ট সিরিজ়ের প্রথম ম্য়াচ হবে অ্য়াডিলেড ওভালে 17 ডিসেম্বর থেকে ৷ সেই ম্য়াচটি পিঙ্ক বলে দিনরাতের হবে ৷ বাকি তিনটি ম্য়াচ হবে ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে ৷ ভারতীয় দল IPL শেষ হতেই সংযুক্ত আরব আমিরশাহী থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে ৷ তবে বায়ো বাবল জ়োন নিয়ে এখনও দুই দেশের বোর্ডের মধ্য়ে কিছু বোঝাপড়া বাকি রয়েছে ৷ তা দ্রুত মিটে যাবে বলেই জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details