মেলবোর্ন,29 ডিসেম্বর : বর্ডার-গাভাসকর টেস্ট থেকে ছিটকে যান ইশান্ত শর্মা । তাঁর বদলে আইপিএলে ভাল বোলিং-এর জন্য দলে ডাক পান মহম্মদ সিরাজ । দিনটা 21 নভেম্বর । সিডনিতে অনুশীলন ছেড়ে মাঠ ছাড়ছে দল । এর আগে ভারতীয় টেস্ট দলের হয়ে অনুশীলনের সুযোগ হয়নি হায়দরাবাদের ছেলেটার । অনুশীলন শেষে খবর এল বাবা মারা যাওয়ার । ছোটবেলায় দাদাকে হারানোর ফলে সেই অবস্থায় মা একা । মায়ের কথাতেই বাবার শেষকৃত্যে দেশে ফেরেননি ভারতীয় পেসার মহম্মদ সিরাজ ৷ বলেন,বাবা তাঁর সব থেকে বড় সমর্থক ছিলেন । দলে সুযোগ আসবে কি না, না জেনেও অস্ট্রেলিয়ায় থেকে বাবার স্বপ্ন পূরণ করার কথা বলেন তিনি ।
প্রথম টেস্টে লজ্জার হার । তার সঙ্গে ভারতীয় শিবিরে শামির চোটের ধাক্কা । দলে এলেন মহম্মদ সিরাজ । অশ্বিনের হাত থেকে পেলেন ভারতীয় দলের টুপি । বাবার স্বপ্নপূরণের একটি ধাপ, দলে সুযোগ হল । এরপর বাবার স্বপ্ন অনুযায়ী দেশের নাম উজ্জ্বল করার পালা । সেই মূহূর্তও এল । দ্বিতীয় টেস্টের দুই ইনিংস শেষে সিরাজের ঝুলিতে মোট 5 টি উইকেট । 7 বছর পর তৈরি হল রেকর্ড । অভিষেকে 5 উইকেট নেওয়া বোলারের তালিকায় যোগ হল তাঁর নাম ।