পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রেলিয়া সফরের আগে ফিট হয়ে যাবেন ইশান্ত : NCA - ন্য়াশনাল ক্রিকেট অ্য়াকাডেমি

IPL-এর ম্যাচে বাঁ দিকে পাজরের পেশিতে চোট পান দিল্লি ক্য়াপিটালসের এই বোলার ৷ এরপর দেশে ফিরে তিনি NCA-তে রিহ্য়াবের জন্য় চলে যান ৷

ishant-sharma-to-be-fit-for-australia-tour-report
অস্ট্রেলিয়া সফরের জন্য় ফিট হয়ে যাবেন ইশান্ত : NCA

By

Published : Oct 26, 2020, 7:43 PM IST

নিউদিল্লি, 26 অক্টোবর : অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় শুরুর আগেই ফিট হয়ে যাবেন ইশান্ত শর্মা ৷ একটি ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, ন্য়াশনাল ক্রিকেট অ্য়াকাডেমির (NCA) তরফে BCCI-কে একটি চিঠি দিয়ে বলা হয়েছে, ইশান্ত শর্মা 18 নভেম্বর থেকে বোলিং করতে পারবেন ৷ ততদিনে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তিনি ৷

IPL-এর ম্যাচে বাঁ দিকে পাজরের পেশিতে চোট পান দিল্লি ক্য়াপিটালসের এই বোলার ৷ এরপর টুর্নামেন্ট থেকে ফিরে তিনি NCA-তে রিহ্য়াবের জন্য় চলে যান ৷ তবে সরাসরি আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে ইশান্তকে একটি প্র্য়াকটিস ম্য়াচ খেলার পরামর্শ দিয়েছে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমি ৷

অস্ট্রেলিয়া সফরে ভারত প্রথম টেস্ট খেলবে 17 ডিসেম্বর অ্য়াডিলেডে ৷ যেখানে পিঙ্ক বলে দিনরাতের টেস্ট ম্য়াচ খেলা হবে ৷ যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এখনও সরকারি ঘোষণা করা হয়নি ৷ তবে মোটামুটিভাবে সফরের সূচি পাকা হয়ে গিয়েছে ৷ আর তার আগে ইশান্ত শর্মার ফিট হয়ে দলে ফেরা ভারতীয় শিবিরের জন্য় সুখবর বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

ABOUT THE AUTHOR

...view details