করাচি, 31 ডিসেম্বর : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক অজিঙ্কে রাহানের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তানি পেস বোলার শোয়েব আখতার। মেলবোর্নে রাহানের নেতৃত্বে ভারত যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা নিয়ে প্রশংসা করছে গোটা ক্রিকেট বিশ্ব। এবার সেই তালিকায় যুক্ত হল শোয়েবের নাম। তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দল অনমনীয় মনোভাব দেখিয়েছে।
ভারত এখন অস্ট্রেলিয়ায় চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। সেই সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে ভারত হেরে যায়। ওই ম্যাচের পর বিরাট কোহলি দেশে ফিরে আসেন। ফলে অনেকেই অস্ট্রেলিয়ায় ভারতের পারফরম্যান্স নিয়ে চিন্তায় ছিল। কিন্তু সেখান থেকে রাহানের নেতৃত্বে ভারত ঘুরে দাঁড়িয়ে মেলবোর্নে জিতেছে। সেই নিয়েই নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব জানিয়েছেন, সংকটের সময় ভারতীয় দল নিজেদের মনোভাব সঠিকভাবে তুলে ধরতে পেরেছে। অস্ট্রেলিয়াকে হারিয়েছে।