পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লক্ষ্য হোয়াইট-ওয়াশ, টসে জিতে বোলিং ভারতের - সিডনি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে তৃতীয় টি-20 সিরিজ়ে মুখোমুখি ভারত ৷ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তৃতীয় ম্য়াচে দলে কোনও পরিবর্তন করেনি ভারতীয় দল ৷ অন্য়দিকে, আজকের ম্য়াচে আবারও অস্ট্রেলিয়ার হয়ে টস করতে নামেন অধিনায়ক অ্য়ারন ফিঞ্চ ৷

india-won-the-toss-and-elect-to-bowl-fast-against-australia
তৃতীয় টি-20 ম্য়াচ, টস জিতে বোলিং ভারতের

By

Published : Dec 8, 2020, 1:49 PM IST

Updated : Dec 8, 2020, 2:04 PM IST

সিডনি, 8 ডিসেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে তৃতীয় টি-20 সিরিজ়ে মুখোমুখি ভারত ৷ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তৃতীয় ম্য়াচে দলে কোনও পরিবর্তন করেনি ভারতীয় দল ৷

অন্য়দিকে, আজকের ম্য়াচে আবারও অস্ট্রেলিয়ার হয়ে টস করতে নামেন অধিনায়ক অ্য়ারন ফিঞ্চ ৷ আগের ম্য়াচে তাঁর পরিবর্ত হিসেবে দলে আসা মার্কস স্টইনিসকে এই ম্য়াচে বসানো হয়েছে ৷

ইতিমধ্য়ে তিন ম্য়াচের টি-20 সিরিজ় 0-2 ফলে জিতে নিয়েছে ভারতীয় দল ৷ তবে, ওয়ান’ডে সিরিজ় হাতছাড়া হওয়ায়, টি-20 সিরিজ় ক্লিন সুইপ করতে মরিয়া ভারতীয় দল ৷ তাই ম্য়াচে কোনও গাছাড়া মনোভাব থাকবে না বলে জানিয়েছেন বিরাট কোহলি ৷

Last Updated : Dec 8, 2020, 2:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details