পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বক্সিং ডে টেস্টে জয় ভারতের - ভারতের জয়

ঘুরে দাঁড়াল ভারত । প্রথম টেস্টে আট উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে আট উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল তারা ।

india win
india win

By

Published : Dec 29, 2020, 9:25 AM IST

Updated : Dec 29, 2020, 9:41 AM IST

মেলবোর্ন, 29 ডিসেম্বর : লজ্জাজনক হারের পর জয়ে ফিরল ভারত ।

অ্যাডিলেডে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস । স্কোরবোর্ডে রান 36 । শেষ হয়ে গেছে ভারতের ইনিংস । টেস্ট ইতিহাসে ভারতের সর্বনিম্ন রান । 2020-2021 বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা ছিল মাত্র 89 । আট উইকেটে জিতে 1-0-তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া ।

প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটিতে ভারতে ফেরেন কোহলি । অধিনায়কত্বের ভার পড়ে রাহানের উপর । এদিকে চোটের কারণে ছিটকে গেছেন শামি । সঙ্গে দুই তরুণ ক্রিকেটারের অভিষেক । দলে মোট 4টি পরিবর্তন নিয়ে মেলবোর্নে নামেন অধিনায়ক রাহানে । আর সফল হলেন তিনি । ঘুরে দাঁড়াল ভারত ।

প্রথম ইনিংসে দুরন্ত বোলিং এবং ক্যাপ্টেন্সি । ফলস্বরূপ 195 রানে গুটিয়ে যায় টিম পেনের টিম । সৌজন্যে বুমরার 4টি, অশ্বিনের 3টি উইকেট । অভিষেক করা সিরাজ 2 টি উইকেট নিয়ে নজর কাড়েন । এরপর প্রথম ইনিংসে 326 রান তোলে ভারত । শুরুতে অভিষেক ম্যাচে গিলের 45 রানের পর অধিনায়কোচিত শতরান রাহানের । যোগ্যসঙ্গত দেন জাদেজা । করেন 57 রান । 131 রানের লিড নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় ব্রিগেড । জবাবে ব্যাট করতে নেমে 10 উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়া তোলে 200 রান ।

প্রথম ইনিংসে নজরকাড়া মহম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসেও নেন 3টি উইকেট । বুমরা ও অশ্বিন 2 টি করে উইকেট পান । 70 রান লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই ধাক্কা খায় । মিচেল স্টার্কের বলে ফিরে যান ময়াঙ্ক । 5 রান করে পেইনের হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়ানে ফেরেন তিনি । এরপর মাত্র 5 বলের ব্যবধানে কামিন্স ফেরান পুজারাকে । 3 রানে গ্রিনের হাতে ক্যাচ দেন তিনি । তবে দ্বিতীয় ইনিংসেও উজ্জ্বল গিল । 35 রান করে অধিনায়ক রাহানের সঙ্গে অপরাজিত থাকেন তিনি । অধিনায়ক রাহানে 27 রানে অপরাজিত থাকেন ।

আট উইকেটে জয় ছিনিয়ে সিরিজ়ে সমতা ফেরাল ভারত । আলোচনার কেন্দ্রে রাহানের অধিনায়কত্ব ও দুই তরুণের পারফরম্যান্স । তবে শামির পর এই ম্যাচে উমেশের চোট চিন্তায় রাখবে রাহানে শিবিরকে ।

Last Updated : Dec 29, 2020, 9:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details