ব্রিসবেন, 17 জানুয়ারি : লোয়ার মিডল অর্ডার এবং টেল এন্ডারদের ব্য়াটে ভর করে ব্রিসবেনে লড়াইয়ে ফিরল ভারত ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে 336 রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস ৷ যেখানে অভিষেক টেস্টে অর্ধশতরান করলেন ওয়াশিংটন সুন্দর ৷ তিনি 144 বলে 62 রানের ইনিংস খেলেন ৷ তাঁকে যোগ্য় সঙ্গত দেন মিডিয়াম পেসার শার্দুল ঠাকুর । তিনি 115 বলে 67 রান করে আউট হন ৷
আরও পড়ুন : গাভাসকর বললেন, ‘‘দায়িত্বজ্ঞানহীন,’’ অনুশোচনা নেই রোহিতের
দ্বিতীয় দিনের পর আজ তৃতীয় দিনে 62 রানে 2 উইকেট অবস্থা থেকে ভারতীয় ইনিংসকে টানতে শুরু করেন অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারা ৷ শুরুটা ভালোই করেছিলেন অভিজ্ঞ দুই ব্য়াটসম্য়ান ৷ তবে, জ়স হেজ়লউডের বলে উইকেটের পিছনে টিম পেইনের হাতে ক্য়াচ দিয়ে মাত্র 25 রান করে ফিরে যান পূজারা ৷ এরপর একে একে অধিনায়ক অজিঙ্ক রাহানে সহ একের পর উইকেট পড়তে শুরু করে ৷ একসময় মাত্র 186 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল ৷ সেখান থেকে ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুরের ব্য়াটে ভর করে ম্য়াচে ফিরে আসে ভারত ৷ সপ্তম উইকেটে 123 রান যোগ করেন এই দুই ক্রিকেটার ৷
আরও পড়ুন : ভারতকে লড়াইয়ে ফিরিয়ে প্যাভিলিয়নে শার্দূল
অস্ট্রেলিয়ার হয়ে এদিন 5 উইকেট নেন জ়স হেজ়লউড ৷ এছাড়াও 2টি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং প্য়াট কামিন্স ৷ একটি উইকেট পেয়েছেন নাথন লায়েন ৷ দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে 21 রান করেছে অস্ট্রেলিয়া ৷ যেখানে ওপেনার ডেভিড ওয়ার্নার কিছুটা আক্রমণাত্বক ভঙ্গিতে 22 বলে 20 রান করে অপরাজিত আছেন ৷ আরেক ওপেনার মার্কস হ্য়ারিস 1 রান করে ক্রিজ়ে রয়েছেন ৷ দিনের শেষে 54 রানের লিড রয়েছে অস্ট্রেলিয়ার কাছে ৷