মেলবোর্ন, 26 ডিসেম্বর : লজ্জাজনক হারের পর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ দ্বিতীয় টেস্টে নেমেছে ভারত । অজিঙ্কা রাহানের হাতে অধিনায়কের ব্যাটন তুলে দিয়ে দেশে ফিরেছেন বিরাট কোহলি । প্রথম ম্যাচে লজ্জার হার । তার উপর বিরাট, শামির অনুপস্থিতি । দলে দুই তরুণ খেলোয়াড় শুভমন, সিরাজ়ের অভিষেক । ব্যাকফুটে থাকা অজিঙ্কা রাহানে আজ মেলবোর্নে টসে হারেন । টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন ।
শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া । দলের মাত্র 10 রানের মাথায় জো বার্নসকে প্যাভেলিয়ানে ফেরান বুমরা । অস্ট্রেলিয়ান ওপেনার বার্নস নিজের খাতাও খুলতে পারেননি । এরপর জোড়া ধাক্কা অশ্বিনের । দলের প্রাথমিক ধাক্কা সামলে ম্যাথু ওয়েড দলের হাল ধরলেও ব্যক্তিগত ৩০ রানে অশ্বিনের বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি । স্টিভ স্মিথকেও মাঠ ছাড়তে হয় নিজের খাতা না খুলেই । পূজারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন । অশ্বিনের দ্বিতীয় শিকার তিনি ।
বক্সিং ডে টেস্টের প্রথম দিনের লাঞ্চের সময়ে অস্ট্রেলিয়ার রান ছিল 3 উইকেটে 65 । ক্রিজে ছিলেন মার্নাস ল্যাবুশানে ও ট্রাভিস হেড ।
তৃতীয় উইকেটের পর কিছুটা ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া । চতুর্থ উইকেটের পার্টনারশিপে ল্যাবুশানে ও হেড 86 রান যোগ করেন । ব্যক্তিগত 38 রানে হেডকে আউট করে ভারতকে ম্যাচে ফেরান বুমরা । এরপর ল্যাবুশানের উইকেট নেন টেস্টে অভিষেককারী সিরাজ় । ল্যাবুশানে করেন 48 রান । অজ়ি বাহিনীর ষষ্ঠ উইকেটটিও আসে সিরাজ়ের হাত ধরে ।