পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্পোর্টিং মেলবোর্নেই ফিরে আসার লড়াই রাহানেদের

শুক্রবার থেকে শুরু হওয়া ম্যাচে শামির পরিবর্তে ভারতীয় দলে অভিষেক হয়েছে মহম্মদ সিরাজ়ের ৷ অন্যদিকে অভিষেক হয়েছে আরও এক প্রতিশ্রুতিমান ক্রিকেটার শুভমন গিলের ৷ এই ম্যাচে ফিরেছেন রবীন্দ্র জাদেজা ৷

মেলবোর্নেই ফিরে আসার লড়াই রাহানেদের
মেলবোর্নেই ফিরে আসার লড়াই রাহানেদের

By

Published : Dec 26, 2020, 6:40 AM IST

মেলবোর্ন, 26 ডিসেম্বর : সিরিজ়ের প্রথম ম্যাচে 8 উইকেটে হার ৷ পরের তিনটি টেস্টে নেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ আজ থেকে শুরু হয়েছে বক্সিং ডে টেস্ট ৷ বড়দিনের ছুটি কাটিয়েই অজিঙ্কা রাহানের নেতৃত্বে মেগা লড়াইয়ে নেমেছে ভারত ৷

শুক্রবারের ম্যাচ নিয়ে টানা 31টি বক্সিং ডে টেস্ট ম্যাচের আয়োজন করছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ৷ রাহানের ভারতকে শুধুমাত্র আগের ম্যাচের পরাজয় ভুললেই চলবে না, জয় তুলে নিয়ে সিরিজ় সমতায় ফিরতে হবে ৷ তবে কাজটা বেশ কঠিন ভারতের কাছে ৷ কারণ অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াও ভারত পাচ্ছে না মহম্মদ শামির সার্ভিস ৷ চোটের কারণে বাচকি সিরিজ় থেকেই ছিটকে গেছেন তিনি ৷

শুক্রবার থেকে শুরু হওয়া ম্যাচে শামির পরিবর্তে ভারতীয় দলে অভিষেক হয়েছে মহম্মদ সিরাজ়ের ৷ অন্যদিকে অভিষেক হয়েছে আরও এক প্রতিশ্রুতিমান ক্রিকেটার শুভমন গিলের ৷ এই ম্যাচে ফিরেছেন রবীন্দ্র জাদেজা ৷

তবে বলে রাখা ভালো 2018 সালের বক্সিং ডে টেস্টে পূজারা 319 বলে 106 রানের ইনিংস খেলেছিলেন ৷ অন্যদিকে অর্ধশতরান করেন বিরাট ও রোহিত ৷ তবে এবার রোহিত বা বিরাটের সার্ভিসও পাচ্ছে না ভারত ৷

আগের অজ়ি সফরেই, মেলবোর্নে 72 বছর পর ম্যাচ জেতে ভারত ৷ তবে সেই ম্যাচে ছিলেন না স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার ৷ যদিও এই ম্যাচে খেলছেন না ওয়ার্নার ৷

আরও পড়ুন :- লজ্জার হারের পর বক্সিং ডে টেস্টে রাহানের ভরসা কারা ?

ফর্মে আছেন মার্নাস লাবুশেন ৷ ও অধিনায়ক টিম পেইন ৷ যা ভারতীয় বোলারদের মাথাব্যথার কারণ হতে পারে ৷ তবে ভারতীয় দলের আরও চিন্তার কারণ ভয়ংকর অজ়ি বোলিং আপ ৷ শেষ ম্যাচে দুরন্ত পারফর্ম করেন হেজ়েলউড ও ক্যামিন্স ৷

তবে ভালো খবর, প্রত্যেক বারের মতো এবারও এমসিজির উইকেট স্পোর্টিং ৷ অর্থাৎ ব্যাটসম্যান থেকে বোলার সবার জন্যই কিছু না কিছু আছে এই উইকেটে ৷

ABOUT THE AUTHOR

...view details