পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 20, 2021, 4:37 PM IST

ETV Bharat / sports

কঠোর পরিশ্রমের ফল পাচ্ছে শার্দূল, বলছেন মা-বাবা

ব্রিসবেনে শার্দূল ঠাকুরের পারফরম্যান্স ছিল অসাধারণ ৷ তিনি দুই ইনিংসে সাত উইকেট নিয়েছেন ৷ প্রথম ইনিংসে 67 রান করেছেন তিনি ৷ তাঁর এই পারফরম্যান্সে খুশি তাঁর পরিবারের সদস্যরা ৷

EXCLUSIVE: Shardul's hard work has finally paid off, Thakur's family
কঠোর পরিশ্রমের ফল পাচ্ছে শার্দুল ঠাকুর, বলছেন মা-বাবা

পালঘর, 20 জানুয়ারি :মঙ্গলবার ব্রিসবেনে জিতেছে ভারত ৷ এই টেস্টে জয়ের পিছনে শার্দূল ঠাকুরের অবদান রয়েছে ।এই সিরিজ়ে এটাই ছিল তাঁর একমাত্র ম্যাচ ৷ কিন্তু তিনি ব্যাটে ও বলে ভালো পারফর্ম করেছেন ৷ তাঁর এই পারফরম্যান্সে খুশি পরিবারের সদস্যরা ৷

শার্দূলের মা হংসা ঠাকুর বলেন, ‘‘ও খুব পরিশ্রমী ৷ আমি সবসময় ওর খাওয়াদাওয়ার বিষয়টি খেয়াল রেখেছি ৷ শার্দূল রোজ ভোর 5টায় অনুশীলনে যাওয়ার জন্য ঘুম থেকে উঠত ৷ শার্দূল খেলায় যতটা ভালো, পড়াশোনাতেও ততটাই ভালো ৷’’

2018-র অক্টোবরে শার্দূল ঠাকুরের টেস্ট অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৷ তিনি ভারতের 249 তম টেস্ট ক্রিকেটার ৷ কিন্তু প্রথম ম্যাচে শার্দূল মাত্র 10টি বল করতে পেরেছিলেন ৷ তার পর চোটের জন্য তাঁকে মাঠ ছাড়তে হয়৷

আরও পড়ুন :জয়ের কৃতিত্ব সবার : রাহানে

কিন্তু ব্রিসবেনে শার্দূল ঠাকুরের পারফরম্যান্স ছিল অসাধারণ ৷ তিনি দুই ইনিংসে সাত উইকেট নিয়েছেন ৷ প্রথম ইনিংসে 67 রান করেন তিনি ৷ শার্দূলের বাবা নরেন্দ্র ঠাকুর বলেন, ‘‘আমি শুধু এটাই বলতে পারি যে পরিশ্রমের ফল সব সময়ই মিষ্টি হয় ৷ ও সবসময়ই কোচের কথা শুনে চলে ৷ আর মাঠে সেই নির্দেশ পালন করে৷’’

ABOUT THE AUTHOR

...view details