মেলবোর্ন, 2 জানুয়ারি :ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো ফর্মে নেই প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারে এমন অফ ফর্ম আসে বলে মন্তব্য করলেন ডেভিড ওয়ার্নার। সতীর্থর পাশে দাঁড়াতে 2019 সালের অ্যাসেজ চলাকালীন তাঁর অফ ফর্মের কথা তুলে ধরেন। শনিবার এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তিনি এই কথা জানিয়েছেন। স্মিথের রান করতে না পারার জন্য তিনি ভারতীয় বোলারদেরই বেশি কৃতিত্ব দিয়েছেন।
ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান। তিনি এখনও পর্যন্ত 84টি টেস্ট ম্যাচ খেলেছেন। 7244 রান করেছেন। 24টি শতরান রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচ তিনি খেলতে পারেননি চোটের কারণে। ফলে তৃতীয় টেস্টে তিনি কি খেলবেন, এই প্রশ্ন এখনও ঘুরছে অজি ক্রীড়ামহলে। এই প্রসঙ্গে ওয়ার্নারের বক্তব্য, তিনি অনুশীলনে নিজের সেরাটা দিচ্ছেন। চেষ্টা করছেন যাতে তৃতীয় টেস্টে খেলতে পারেন। তবে এই বিষয়ে তাঁর মনেই সন্দেহ রয়েছে। তবে রবিবার পর্যন্ত অনুশীলন করার পর বিষয়টি স্পষ্ট হবে বলে তিনি করছেন।