পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রথম পাওয়ার প্লে-তে বুমরাকে মাত্র 2 ওভার, কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন গম্ভীরের - গৌতম গম্ভীর

এই হারের পর বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গম্ভীর । তিনি বলেন, ‘‘সত্য়ি বলছি, আমি অধিনায়কত্বের ধরন কিছুই বুঝিনি ৷ এই ধরনের ব্য়াটিং লাইন-আপকে আটকাতে আমরা সবসময় দ্রুত উইকেট তোলার কথা বলি ৷ আর এখানে তুমি তোমার প্রধান বোলিং অস্ত্রকে মাত্র দু’ওভার করাচ্ছ ৷"

Australia-vs-India-cant-understand-kohlis-captaincy-says-gambhir
প্রথম পাওয়ার প্লে-তে মাত্র 2 ওভার বুমরার, কোহলির অধিনায়কত্বে প্রশ্ন গম্ভীরের

By

Published : Nov 30, 2020, 1:18 PM IST

দিল্লি, 30 নভেম্বর : পর পর দুই ম্য়াচে হার ৷ যার জেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্য়াচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ় হারতে হল ভারতকে ৷ যার পরই বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন গৌতম গম্ভীর ৷ পাওয়ার প্লে-তে জসপ্রীত বুমরাকে মাত্র দু'ওভার দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে 51 রানে হেরেছে ভারত ৷ প্রথমে ব্য়াট করে 389 রান করে অস্ট্রেলিয়া ৷ যার জবাবে 9 উইকেট হারিয়ে 338 রানে থেমে যায় ভারতের ইংনিস ৷

এই হারের পর বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গম্ভীর । তিনি বলেন, ‘‘সত্য়ি বলছি, আমি অধিনায়কত্বের ধরন কিছুই বুঝিনি ৷ এই ধরনের ব্য়াটিং লাইন-আপকে আটকাতে আমরা সবসময় দ্রুত উইকেট তোলার কথা বলি ৷ আর এখানে তুমি তোমার প্রধান বোলিং অস্ত্রকে মাত্র দু’ওভার করাচ্ছ ৷ সাধারণভাবে, ওয়ানডে ফরম্য়াটে 4-3-3 ছকে তিন স্পেলে বোলিং করানো হয় ৷ অথবা সেটা 4 স্পেল হতে পারে ৷’’

তিনি আরও বলেন, ‘‘আপনি আপনার প্রধান বোলারকে মাত্র দু’ওভার করিয়ে থামিয়ে দিচ্ছেন ৷ এই ধরনের অধিনায়কত্ব আমি বুঝি না ৷ এমনকী এই অধিনায়কত্বের কোনও বিশ্লেষণ আমার কাছে নেই ৷ এটা টি-20 ক্রিকেট নয় ৷ আর আমি এক দুর্বল অধিনায়কত্বের কোনও কারণ খুঁজে পাচ্ছি না ৷’’

তবে শুধুই অধিনায়কত্ব নিয়ে নয়, ভারতীয় দলে ষষ্ঠ বোলারের অভাব নিয়েও কথা বলেছেন গম্ভীর ৷ তিনি বলেন, ভারতীয় বোলিংয়ে ষষ্ঠ বোলার নিয়ে সমস্য়া থাকলে ওয়াশিংটন সুন্দর বা শিবম দুবেকে খেলাতে পারে টিম ম্য়ানেজ়মেন্ট ৷ তাঁর পরামর্শ, পরবর্তী ম্য়াচে এই দু’জনকে সুযোগ দিয়ে দেখা যেতে পারে, যে তাঁরা কেমন পারফর্ম করছেন ৷ তবে এরা যদি স্কোয়াডেই না থাকে, তবে তা নির্বাচনী গলদ ছাড়া কিছুই নয় বলে মন্তব্য় করেন তিনি ৷ তবে কোহলির ওয়ানডে অথবা টি-20 ক্রিকেটের অধিনায়কত্ব নিয়ে আগাগোড়া প্রশ্ন তুলে এসেছেন প্রাক্তন এই ওপেনার ৷ যেখানে সবসময় রোহিত শর্মার অধিনায়কত্ব তাঁকে বেশি করে আকর্ষণ করে বলে একাধিবার জানিয়েছেন গৌতম গম্ভীর ৷

ABOUT THE AUTHOR

...view details