পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 30, 2020, 6:02 PM IST

ETV Bharat / sports

অজ়ি দলে ফিরলেন ওয়ার্নার

গত মাসে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন চোট পান ওয়ার্নার ৷ তারপরই অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্ট থেকে বাদ পড়েন ডেভিড ওয়ার্নার ৷

অজ়ি দলে ফিরলেন ওয়ার্নার
অজ়ি দলে ফিরলেন ওয়ার্নার

মেলবোর্ন, 30 ডিসেম্বর : অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ফিরলেন ওপেনার ডেভিড ওয়ার্নার ৷ শেষ দুটি টেস্টের জন্য দলে নির্বাচিত হয়েছেন তিনি ৷ ওয়ার্নার দলে আসায় সিডনি ও ব্রিসবেন টেস্ট থেকে বাদ পড়লেন জো বার্নস ৷

গত মাসে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন চোট পান ওয়ার্নার ৷ তারপরই অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্টে থেকে বাদ পড়েন তিনি ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি বিবৃতিতে প্রধান নির্বাচক ট্রেভর হনস বলেন, ‘‘ডেভিড ওয়ার্নার দ্রুত চোট থেকে উন্নতি করছে ৷ এবং সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পরবর্তী ম্যাচের আগে আরও 7 দিন হাতে পাবে ওয়ার্নার ৷ সেই ম্যাচে ডেভিডকে সমস্ত সুযোগ দেওয়া হবে ৷’’

জো বার্নসের পারফরম্যান্স নিয়েও কথা বলেন হনস ৷ তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যবশত জো বার্নস দলে এসে সেইভাবে পারফর্ম করতে পারেননি, যেটা নির্বাচকরা তাঁর কাছে আশা করে ৷’’ তবে শুধু ডেভিড ওয়ার্নার নয়, অজ়ি দলে ফিরে এসেছেন শন অ্যাবটও ৷

আরও পড়ুন :- বক্সিং ডে টেস্ট থেকে বাদ ওয়ার্নার ও অ্যাবট

শেষ দুটি টেস্টে অস্ট্রেলিয়া দল :-

টিম পেইন (অধিনায়ক), প্যাট ক্যামিন্স, শন অ্যাবট, ক্যামরন গ্রিন, জশ হেজ়লউড, মার্কাস হ্যারিস, ট্রাইভস হেড, মোজেস হেনরিকস, মার্নাস লাবুশেন, নাথান লিও, মিচেল নিসের, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ৷

ABOUT THE AUTHOR

...view details