পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC ODI Rankings: কেরিয়ারের সেরা ব়্যাংকিং শুভমনের, অস্ট্রেলিয়ার কাছে শীর্ষস্থান খোয়াল পাকিস্তান

Shubman Gill Goes More Close to Babar Azam in ICC ODI Ranking: বাবর আজমের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ভারতীয় ওপেনার শুভমন গিল ৷ আইসিসি ওয়ান ডে ব়্যাংকিংয়ে ধীরে ধীরে বাবরের কাছে পৌঁছে যাচ্ছে তিনি ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়ার কাছে ওয়ান ডে ক্রিকেটে এক নম্বর আসন হারাল পাকিস্তান ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 5:05 PM IST

দুবাই, 13 সেপ্টেম্বর:আইসিসি ওয়ান ডে ব়্য়াংকিংয়ে অস্ট্রেলিয়ার কাছে শীর্ষস্থান হারাল বাবর আজমের পাকিস্তান ৷ নেপথ্যে এশিয়া কাপে ভারতের টপ-অর্ডার ব্যাটিংয়ের দুরন্ত পারফরম্যান্স ৷ এশিয়া কাপে ভারত এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ৷ এমনকী সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র 213 রান ডিফেন্ড করে জিতেছে ভারত ৷ প্রথম ম্যাচেও পাকিস্তানকে 228 রানে হারিয়েছেন রোহিত শর্মারা ৷

সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাংকিং অনুযায়ী শুভমন গিল দ্বিতীয় স্থানে উঠে এলেন ৷ তাঁর সংগ্রহে 759 পয়েন্ট ৷ পাকিস্তান অধিনায়ক বাবর আজম 863 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন ৷ তবে, পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি করলেও বিরাট কোহলি একধাপ নেমে ব়্যাংকিংয়ে 8 নম্বরে রয়েছেন ৷ কারণ, হিসেবে জানা গিয়েছে, আইসিসি’র সাপ্তাহিক ব়্যাংকিংয়ে সেই ইনিংস যোগ হয়নি ৷ আগামী সপ্তাহের ব়্যাংকিংয়ে সেই ইনিংস যোগ হবে ৷ সেক্ষেত্রে ব়্যাংকিং তালিকায় রোহিত শর্মা এবং কেএল রাহুলও উন্নতি করবেন বলে মনে করা হচ্ছে ৷ ইতিমধ্যে, রোহিত শর্মা 707 পয়েন্ট নিয়ে একধাপ উঠে 9 নম্বরে আছেন ৷

দলীয় ব়্যাংকিং অনুযায়ী, পাকিস্তানকে এক নম্বরের আসন থেকে সরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে 2-1 ফলাফলে এগিয়ে রয়েছে অজিরা ৷ সেই সুবাদে 118 রেটিং পয়েন্ট এবং 3,061 পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া ৷ সমসংখ্যক রেটিং ও পয়েন্ট নিয়ে দু’নম্বরে আছে পাকিস্তান ৷ 116 রেটিং ও 4,516 পয়েন্ট নিয়ে 3 নম্বরে ভারত ৷ 2 রেটিং পয়েন্ট বাড়াতে পারলে বেশি পয়েন্ট থাকার সুবাদে এক নম্বরে ওঠার সুযোগ থাকছে ভারতের সামনে ৷

আরও পড়ুন:পাকিস্তানের পর কুলদীপের ঘূর্ণিতে বেসামাল শ্রীলঙ্কাও, কার্যত ফাইনালে ভারত

গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর, সুপার ফোরে শুভমন গিল 56 রান করেন ৷ অন্যদিকে, নেপালের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেছিলেন এই ভারতীয় ওপেনার ৷ যদিও, মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র 19 রানে আউট হয়ে যান তিনি ৷ অধিনায়ক রোহিত শর্মা, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা পরপর তিন ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details