মোহালি, 20 সেপ্টেম্বর: এশিয়া কাপের ব্যর্থতা দূরে সরিয়ে আগামী মাসে বিশ্বকাপের আগে একটা দল হয়ে উঠতে চাইছে রোহিত শর্মা অ্য়ান্ড কোম্পানি ৷ বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ যার মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচের শুরুটা বিধ্বংসী মেজাজেই করল ভারত ৷ রোহিত শর্মা-বিরাট কোহলির ব্যর্থতা সত্ত্বেও প্রথমে ব্যাট করে অ্যারন ফিঞ্চের দলকে কঠিন লক্ষ্যমাত্রা দিল তারা ৷ কেএল রাহুল (KL Rahul) এবং হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ঝোড়ো অর্ধশতরানে অজিদের 209 রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া (India set a target of 209 runs against Australia) ৷ ক্যাঙ্গারুব্রিগেডের বিরুদ্ধে যা এযাবৎ সর্বোচ্চ রান ভারতের ৷
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 35 রানের মধ্যেই রোহিত-কোহলির উইকেট হারায় ভারত ৷ তবে তৃতীয় উইকেটে রাহুল-সূর্যকুমারের 68 রানের জুটি বড় রানের ভিত গড়ে দেয় দলের ৷ বিশ্বচ্য়াম্পিয়নদের বিরুদ্ধে নামার আগের স্ট্রাইক রেট নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হওয়া রাহুল এদিন পালটা দিলেন বৈকি ৷ 157.14 স্ট্রাইক রেটে 35 বলে 55 রান করেন দক্ষিণী ব্যাটার ৷ তাঁর ইনিংসে ছিল 4টি চার এবং 3টি ছয় ৷ অর্ধশতরান পূর্ণ করতে না-পারলেও 25 বলে 46 রান করে আউট হওয়া সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ছিলেন আরও খুনে মেজাজে ৷