ইন্দোর, 24 সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে রানের পাহাড়ে ভারত ৷ প্রথমে শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার ৷ আর স্লগ-ওভারে কেএল রাহুল এবং ‘দ্য সুরিয়া শো’ ৷ ভারতের এই চার টপ-অর্ডার ব্যাটারদের বিরুদ্ধে কোনও জবাব খুঁজে পেলেন না অস্ট্রেলিয়ান বোলাররা ৷ এমনকী জোশ হেজেলউডের মতো অভিজ্ঞ বোলারকেও এদিন ছন্নছাড়া দেখাল ৷ যার ফল 50 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 399 রানের বিশাল স্কোর ভারতের ৷ 37 বলে 72 রানের অপরাজিত ইনিংস খেললেন সূর্যকুমার যাদব ৷
হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান-ডে’র পাটা উইকেটে আগে ব্যাটিং না করার ফল হয়তো বুঝতে পারছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ৷ যা টস হারা শাপে-বর হয়েছে কেএল রাহুলের কাছে ৷ আর সেই কারণেই স্কোর বোর্ডে ভারতের নামের পাশে 50 ওভার শেষে 399 রান রয়েছে ৷ যেখানে প্রথম শুভমন গিল (104) এবং শ্রেয়স আইয়ার (105) ভারতকে চারশোর দোড়গোড়ায় পৌঁছতে শক্ত ভিত তৈরি করে দেন ৷ এ দিন দলের 16 রানের মাথায় রুতুরাজ গায়কোয়াড় মাত্র 8 রানে হেজলউডের শিকার হন ৷
কিন্তু, তিন নম্বরে নেমে শ্রেয়স শুরু থেকে বিধ্বংসী মেজাজে ছিলেন ৷ অস্ট্রেলিয়ান বোলারদের সকলকেই সমানভাবে ‘আড়ে-হাত’ নিলেন তিনি ৷ শুরুতে দেড়শোর উপরে স্ট্রাইকরেটে ব্যাটিং করছিলেন ৷ এমনকি হাফ-সেঞ্চুরির পরেও ৷ তবে, শেষ দিকে তাঁর এবং শুভমনের রান তোলার গতি কিছুটা কমে গিয়েছিল ৷ কারণ, ইন্দোরের গরম ৷ অতিরিক্ত গরম ও ঘামের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন দুই ব্যাটার ৷ আর সেই কারণেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন আজকের দুই সেঞ্চুরিয়ন ৷ তবে, বিশ্বকাপের আগে শ্রেয়স আইয়ারের এই সেঞ্চুরি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে ৷