কলম্বো, 5 জানুয়ারি: প্রকাশিত হল 2023 এশিয়া কাপের ক্রীড়াসূচি (Asia Cup Schedule) । একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি (Asian Cricket Council) জয় শাহ 2023-24 ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করেন । টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগ দেবে বাংলাদেশ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাছাইপর্বের একটি দল । যদিও সেপ্টেম্বরে এশিয়া কাপ কোথায় আয়োজিত হবে, ক্যালেন্ডারে তার কোনও উল্লেখ নেই (Asia Cup announcement) ।
এদিন জয় শাহ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এশিয়ার ক্রিকেট ক্যালেন্ডার পোস্ট করেছেন । ক্যালেন্ডার অনুযায়ী, এশিয়ান ক্রিকেট কাউন্সিল দু'বছরে ওডিআই এবং টি-20 উভয় ক্ষেত্রেই 145টি ম্যাচের আয়োজন করবে । 2023 সালে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 2024 সালে 70টি ম্যাচ হবে । প্রসঙ্গত, মহিলাদের এশিয়া কাপ 2024 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে । যেখানেও ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকবে ।
আরও পড়ুন: এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে ভারত ? সিদ্ধান্ত কেন্দ্রের হাতে ছাড়লেন বিনি
উল্লেখ্য, গতবার এশিয়া কাপের গ্রুপ পর্বে পাক 'বধ' করে দুরন্ত শুরু করেছিল ভারত । তারপরেই সুপার 4-এ পাকিস্তান, শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা । যদিও ওই টুর্নামেন্টেই মান বাঁচিয়েছিলেন দেশের মেয়েরা । ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড সপ্তমবার এশিয়া সেরা হয়েছিল হরমনপ্রীত-স্মৃতিরা ।