দুবাই, 31 অগস্ট: রবিবাসরীয় হাইভোল্টেজ ম্যাচে 'পাক বধ' করে বুধবার হংকং'য়ের সামনে রোহিত অ্যান্ড কোম্পানি (India to play Hong Kong today) ৷ সুপার ফোর নিশ্চিত করার লক্ষ্যে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচের নামার আগে জরিমানা হল ভারতীয় দলের ৷ বাবর আজমদের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার-রেটের কারণে ভারতীয় দলের ক্রিকেটারদের ম্য়াচ ফি-র 40 শতাংশ করে কাটা গেল (Team India fined for maintaining slow over rate) ৷ তবে একই কারণে জরিমানা হয়েছে পাকিস্তানেরও ৷
বাবর আজমের দলকে ক্রিকেটারদেরও ম্যাচ ফি থেকে সমপরিমাণ অংক কেটে নেওয়া হয়েছে ৷ রবিবাসরীয় মেগা ম্য়াচের দায়িত্বে থাকা কিউয়ি ম্যাচ রেফারি জেফ ক্রো (Jeff Crowe) জরিমানার নির্দেশ দিয়েছেন দু'দলকে ৷ আইসিসি-র কোড অফ কন্ডাক্টের 2.22 ধারা লঙ্ঘন হওয়ার কারণে জরিমানার কোপে দুই দল ৷ দুই অনফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান ও রুচিরা পিলিয়াগুরুগে, থার্ড আম্পায়ার রবীন্দ্র উইমালাগিরি এবং ফোর্থ আম্পায়ার গাজি সোহেলের রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ গৃহীত হয়েছে ৷