কলকাতা, 17 নভেম্বর: আগামী রবিবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি বিশ্ব ক্রিকেটের দুই মহাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া ৷ 20 বছর পর ফের একবার বিশ্বকাপের ফাইনালে দুই দল ৷ 2003 সালের ফাইনালে অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন তিনি ৷ ম্যাচ শেষে জানিয়ে গেলেন, 'ভারত ধ্বংসাত্মক মেজাজে রয়েছে ৷ এটা চালিয়ে গেলে তাঁদের চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ রুখতে পারবে না ৷'
গতকাল ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 213 রান তাড়া করতে নেমে লড়াই করে সেমিফাইনাল জিততে হয়েছে অস্ট্রেলিয়াকে ৷ যে ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ জানালেন, অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী ও খুবই ভালো ক্রিকেট খেলছে ৷ তবে, ভারতীয় দল নিয়ে একটু বেশি আশাবাদী তিনি ৷ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের এই পারফর্ম্যান্স বজায় রাখার পরামর্শ দিলেন 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷
সৌরভ বলেন, ‘‘ভারতকে এই মুহূর্তে ধ্বংসাত্মক দেখাচ্ছে ৷ আমেদাবাদের ম্যাচের জন্য আমি তাঁদের শুভেচ্ছা জানাই ৷ এই টুর্নামেন্টে ভারত খুব ভালো খেলছে ৷ তাদের এবং বিশ্বকাপ ট্রফির মাঝে এখন কেবল অস্ট্রেলিয়া দাঁড়িয়ে ৷ আর ভারত এখনও পর্যন্ত টুর্নামেন্টে যা করে এসেছে, তা চালিয়ে গেলে তাদের রোখা কঠিন হবে ৷ খুব ভালো একটা ম্যাচ হতে চলেছে ৷ কারণ, অস্ট্রেলিয়াও অসাধারণ দল ৷’’
প্রথম বিশ্বকাপ সেমিফাইনালে 70 রানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতেছে ভারত ৷ গত বুধবারের সেই ম্যাচে একাধিক ইতিহাসের সাক্ষী থেকেছে ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ সচিন তেন্ডুলকরের 49 সেঞ্চুরির রেকর্ড ভেঙে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ওয়ান-ডে ক্রিকেটে 50টি সেঞ্চুরি করেছেন ৷ অন্যদিকে, বিশ্বকাপে দ্রুততম 50 উইকেট নেওয়ার রেকর্ড করেছেন মহম্মদ শামি ৷
আরও পড়ুন:
- মহারণের জন্য আমেদাবাদ পৌঁছল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিয়ো
- বাংলার মাটিতে উত্থানের গল্প ভোলেননি, সিএবি'র জন্য এবার পেসার তৈরি করবেন শামি
- ঘুচল না প্রোটিয়াদের 'চোকার্স' বদনাম, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অষ্টমবার বিশ্বকাপ ফাইনালে 'ব্যাগি গ্রিন'