ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফাইনালে ভারত-অজি দ্বৈরথ, রোহিতদের রোখা কঠিন; মত সৌরভের - বিশ্বকাপে ধ্বংসাত্মক মেজাজে রয়েছে ভারতী দল

ICC Cricket World Cup 2023: ক্রিকেট বিশ্বকাপের লিগ ও সেমিফাইনাল ম্যাচে এখনও পর্যন্ত প্রতিপক্ষের উপর শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলেছে ভারত ৷ ব্যাটিং হোক বা বোলিং, শুরুতেই প্রতিপক্ষকে ম্যাচ থেকে দূরে করে দেওয়ার এই মানসিকতা বজায় রাখার পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ বিশেষত, ফাইনালে উলটো দিকের দলটা যখন অস্ট্রেলিয়া।

Image Coutersy: BCCI X
Image Coutersy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 12:13 PM IST

Updated : Nov 17, 2023, 12:27 PM IST

কলকাতা, 17 নভেম্বর: আগামী রবিবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি বিশ্ব ক্রিকেটের দুই মহাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া ৷ 20 বছর পর ফের একবার বিশ্বকাপের ফাইনালে দুই দল ৷ 2003 সালের ফাইনালে অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন তিনি ৷ ম্যাচ শেষে জানিয়ে গেলেন, 'ভারত ধ্বংসাত্মক মেজাজে রয়েছে ৷ এটা চালিয়ে গেলে তাঁদের চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ রুখতে পারবে না ৷'

গতকাল ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 213 রান তাড়া করতে নেমে লড়াই করে সেমিফাইনাল জিততে হয়েছে অস্ট্রেলিয়াকে ৷ যে ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ জানালেন, অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী ও খুবই ভালো ক্রিকেট খেলছে ৷ তবে, ভারতীয় দল নিয়ে একটু বেশি আশাবাদী তিনি ৷ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের এই পারফর্ম্যান্স বজায় রাখার পরামর্শ দিলেন 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷

সৌরভ বলেন, ‘‘ভারতকে এই মুহূর্তে ধ্বংসাত্মক দেখাচ্ছে ৷ আমেদাবাদের ম্যাচের জন্য আমি তাঁদের শুভেচ্ছা জানাই ৷ এই টুর্নামেন্টে ভারত খুব ভালো খেলছে ৷ তাদের এবং বিশ্বকাপ ট্রফির মাঝে এখন কেবল অস্ট্রেলিয়া দাঁড়িয়ে ৷ আর ভারত এখনও পর্যন্ত টুর্নামেন্টে যা করে এসেছে, তা চালিয়ে গেলে তাদের রোখা কঠিন হবে ৷ খুব ভালো একটা ম্যাচ হতে চলেছে ৷ কারণ, অস্ট্রেলিয়াও অসাধারণ দল ৷’’

প্রথম বিশ্বকাপ সেমিফাইনালে 70 রানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতেছে ভারত ৷ গত বুধবারের সেই ম্যাচে একাধিক ইতিহাসের সাক্ষী থেকেছে ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ সচিন তেন্ডুলকরের 49 সেঞ্চুরির রেকর্ড ভেঙে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ওয়ান-ডে ক্রিকেটে 50টি সেঞ্চুরি করেছেন ৷ অন্যদিকে, বিশ্বকাপে দ্রুততম 50 উইকেট নেওয়ার রেকর্ড করেছেন মহম্মদ শামি ৷

আরও পড়ুন:

  1. মহারণের জন্য আমেদাবাদ পৌঁছল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিয়ো
  2. বাংলার মাটিতে উত্থানের গল্প ভোলেননি, সিএবি'র জন্য এবার পেসার তৈরি করবেন শামি
  3. ঘুচল না প্রোটিয়াদের 'চোকার্স' বদনাম, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অষ্টমবার বিশ্বকাপ ফাইনালে 'ব্যাগি গ্রিন'
Last Updated : Nov 17, 2023, 12:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details