পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India Knocked-out of WC: রোহিতদের 'বিরাট' হারে বিশ্বজয়ের স্বপ্নে ইতি ভারতের

বাটলারদের বাধাটাই টপকাতে পারলেন না রোহিত, বিরাটরা । সেমিফাইনালে 10 উইকেটে হেরে ভারতের টুর্নামেন্ট জয়ের স্বপ্নে তালা পড়ল (India Knocked-out of WC) ।

Etv Bharat
ভারতের টুর্নামেন্ট জয়ের স্বপ্নে তালা পড়ল

By

Published : Nov 10, 2022, 4:55 PM IST

Updated : Nov 10, 2022, 5:32 PM IST

অ্যাডিলেড, 10 নভেম্বর:মেলবোর্নে মহারণের মঞ্চ তৈরিই ছিল । কিউয়িদের বিধ্বস্ত করে ফাইনালে পৌঁছে গিয়েছিল পাকিস্তান । ইংল্যান্ডকে হারাতে পারলেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে কাপ ঘরে তোলার সুযোগ পেত 'মেন ইন ব্লু' । কিন্তু বাটলার'দের বাধাটাই টপকাতে পারলেন না রোহিত, বিরাটরা । সেমিফাইনালে 10 উইকেটে হেরে ভারতের টুর্নামেন্ট জয়ের স্বপ্নে তালা পড়ল (India Knocked-out of T-20 World Cup) ।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে বেকায়দায় পড়ে গিয়েছিল ভারত । শেষ পর্যন্ত হার্দিক-বিরাটের ব্যাটে স্কোরবোর্ড সামাল দিলেও শেষ রক্ষা হল না । সৌজন্যে, অ্যালেক্স হেল এবং জস বাটলার । টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি গড়ে ভারতকে দুরমুশ করে দিলেন দুই ইংরেজ ব্যাটার । কোনও উইকেট না-হারিয়েই মেলবোর্নের টিকিট নিশ্চিত করল ব্রেন্ডন ম্যাকালামের ছেলেরা ।

এদিন প্রথমে ব্যাট করতে নেমেই মাত্র 5 রান করে ডাগ-আউটে ফেরেন কেএল রাহুল । বড় রান করতে পারেননি রোহিত-সূর্যকুমাররাও । রোহিতের সংগ্রহ 28 বলে 27 রান । সূর্যকুমারের ব্যাটে এসেছে 10 বলে 14 রান । শেষ পর্যন্ত কোহলি (40 বলে 50 রান) এবং হার্দিক (33 বলে 63 রান)-এর দৌলতে 168 রানের ইনিংস গড়ে ভারত ।

জবাবে এদিন শুরু থেকেই চালিয়ে খেলছিলেন হেল-বাটলার । শেষ পর্যন্ত মাত্র 47 বলে 86 রানে বিশাল ইনিংস গড়েন হেল । অধিনায়কোচিত ব্যাটিংয়ে বাটলার করেন 49 বলে 80 রান । 4 ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দেন দুই ব্যাটার । ভারতকে উড়িয়ে রবিবার মেলবোর্নে ফাইনাল ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড ।

30 বছর আগে মেলবোর্নেই মুখোমুখি হয়েছিল দুই দল । 1992 সালে ওডিআই বিশ্বকাপের ওই ফাইনালে শেষ হাসি হেসেছিল পাকিস্তানই । মুস্তাক আহমেদের ঘূর্ণিতে গ্রাহাম গুচের দলকে উড়িয়ে দিয়েছিল ইমরান খানের ছেলেরা । তিন দশক পর সেই একই মাঠে মুখোমুখি দুই দল । 2020 সালে ইংল্যান্ড সফরে পাকিস্তানের স্পিন বোলিং কোচ ছিলেন মুস্তার আহমেদ, গোটা সিরিজে কবজির মোচড় দেখিয়েছিলেন ফকর জমন, মহম্মদ হাফিজরা । দু'বছর পর সেই রেশই বজায় থাকে না ইংল্যান্ড 30 বছর আগের বদলা নেয়, তাই দেখতে আগ্রহী ক্রিকেট-ভক্তরা ।

আরও পড়ুন: বিধ্বংসী হেল-বাটলার, ভারতকে দুরমুশ করে ফাইনালে পাকিস্তানের সামনে ইংল্যান্ড

Last Updated : Nov 10, 2022, 5:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details