লন্ডন, 26 সেপ্টেম্বর: সিরিজ জয়ের আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে ৷ লন্ডনের হোটেলে নগদ টাকা, কার্ড, গয়না সর্বস্ব খোয়ালেন জাতীয় মহিলা ক্রিকেটার তানিয়া ভাটিয়া (Indian cricketer Taniya Bhatia robbed in london hotel) ৷ লন্ডনের ম্যারিয়ট হোটেলে (Marriot Hotel in Kolkata) তাঁর ঘরে কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রবেশ করে এবং সব লুট করে নিয়ে যায় বলে সোশাল মিডিয়ায় দাবি করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার ৷ একইসঙ্গে দ্রুত ঘটনার তদন্ত হবে, এমনই আশাপ্রকাশ করেছেন তিনি ৷
সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়ে তাদের 3-0 পর্যুদস্ত করেছে মহিলা ক্রিকেট দল ৷ যা ইতিহাসে প্রথমবার ৷ তার উপর লর্ডসে তৃতীয় তথা অন্তিম ম্যাচ খেলে আন্তর্জাতিক কেরিয়ারকে গুডবাই জানিয়েছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ৷ ফলত ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সত্ত্বেও কমবেশি মন ভারাক্রান্ত ছিল সতীর্থদের ৷ এমন সময় তানিয়ার হোটেল রুমে অবাঞ্ছিত ঘটনায় হতবাক ক্রিকেট অনুরাগীরা ৷